Home » চন্দ্রপুরে আবর্জনা বর্জ্য ব্যবস্থা কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

চন্দ্রপুরে আবর্জনা বর্জ্য ব্যবস্থা কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

শনিবার সকাল ১১ টায় চন্দ্রপুর কলোনিস্থিত জেলা এফসিআই গোডাউনের সন্নিকটে উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে ও ত্রিপুরা সরকারের নগর উন্নয়ন দপ্তরের স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অর্থানুকূল্যে নবনির্মিত বৈজ্ঞানিক পদ্ধতিতে আবর্জনা বর্জ্য ব্যবস্থা কেন্দ্রের ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্জ্বলন করে শুভদ্বার উদঘাটন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা । এছাড়া উপস্থিত ছিলেন , পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতি জিলা সভাধিপতি স্বপন অধিকারী, জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল ও পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমূখ । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন , উদয়পুর শহর কেন্দ্র হতে প্রায় ৮ কিলোমিটার দূরবর্তী চন্দ্রপুর কলোনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জেলা এফসিআই গোডাউনের সন্নিকটে প্রায় একাকার বিস্তীর্ণ সরকারি জায়গা জুড়ে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করা হয়েছে । প্রায় এক কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয় কেন্দ্রটির নির্মাণ এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ করা হয় । মুখ্যমন্ত্রী বলেন উদয়পুর পৌর এলাকার প্রতিটি বাড়ি এবং অন্যান্য প্রতিষ্ঠানসমূহ থেকে সংগৃহীত প্রতিদিনের আবর্জনা প্রাথমিক দ্বিতীয় , তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ে প্রক্রিয়াকরনের জন্য এই কেন্দ্রটিতে নিয়ে আসা হবে । তিনি বলেন , ভারত সরকারের স্বচ্ছ ভারত মিশন প্রকল্পকে বাস্তবায়ন করার লক্ষ্যে ত্রিপুরার রাজ্য সরকার ও রাজ্য নগর উন্নয়ন দপ্তরের নির্দেশনায় বর্জ্য থেকে সম্পদে রূপান্তর করার পরিকল্পনা হাতে নিয়ে গত ২০২০ – ২০২১ অর্থবর্ষে উদয়পুর শহরকে আবর্জনা মুক্ত শহর গড়তে বৈজ্ঞানিক পদ্ধতিতে আবর্জনা বর্জ্য ব্যবস্থা কেন্দ্র স্থাপন করার কর্মসূচি নেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন যদি শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তাহলে প্রতিটি নাগরিককে যত্রতত্র ময়লা আবর্জনা যাতে না ফেলতে পারে তার জন্য পৌরপরিষদকে সজাগ দৃষ্টি রাখতে হবে । নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলতে হবে। তাহলে আশপাশের পরিবেশ সুন্দর থাকবে বলে এদিন মুখ্যমন্ত্রী তার ভাষনে তুলে ধরেন । সেই সাথে উদয়পুর পৌর পরিষদের ২৩ টি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলারদের ওয়ার্ড পরিষ্কার রাখার বিষয়ে সজাগ দৃষ্টি রেখে সেদিকে দায়িত্ব সহকারে কাজ করতে হবে বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । পরবর্তী সময় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রটি সম্পূর্ণ ঘুরে দেখেন । গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে চন্দ্রপুর কলোনি গ্রাম পঞ্চায়েতের এই গ্রামীন এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল সাড়া জাগানো ।

You may also like

Leave a Comment