ধর্মনগর প্রতিনিধি।শনিবার সাড়ে তিনটায় উত্তর জেলা শাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন পিএম যোজনার জনমণ প্রকল্পের উদ্বোধন করলেন। বিভিন্ন প্রকল্প গুলি জনজাতিদের কেমন করে রুপায়ন এবং তার বাস্তবায়ন সম্ভব তা নিয়ে উত্তর জেলা শাসক দেবপ্রিয় প্রধান নিজ কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করলেন। বিভিন্ন প্রকল্প গুলি জনজাতিদের জন্য কেমন করে আরো তাড়াতাড়ি কাজ করা সম্ভব তা নিয়ে দীর্ঘ আলোচনা করেন। তিনি জানান উত্তর জেলায় ২৬৭ টি ঘরে প্রায় ১৭৭১০ রয়েছেন। তাদেরকে মূল জনস্রোতে ফিরিয়ে এনে সার্বিক উন্নয়ন করানো হচ্ছে এ প্রকল্পের মূল লক্ষ্য। পূর্বে লাল ঝুড়িতে এমন একটি ক্যাম ্প অনুষ্ঠিত হয়েছে। তারপরও বেশ কিছু ক্যাম ্প অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনিক উদ্যোগে তাদের আধার কার্ড থেকে শুরু করে সার্বিক প্রকল্প ঘরে ঘরে বাস্তবায়ন করে সার্বিক উন্নয়ন সাধিত করাই হচ্ছে সরকারের এ প্রকল্পের মূল উদ্দেশ্য। তার জন্য সরকার কাজ করে চলেছে। সঠিক সচেতনতা এদের উন্নয়নের মূল উৎস বলে তিনি বর্ণনা করেন।
41
previous post