Home ত্রিপুরা গঙ্গানগর ব্লক চত্বরে সম্পূর্ণতা সেবা ক্যাম্প

গঙ্গানগর ব্লক চত্বরে সম্পূর্ণতা সেবা ক্যাম্প

by admin
0 comment 19 views

প্রতিনিধি, গন্ডাছড়া ৩০ আগষ্ট:- সম্পূর্ণতা অভিযানের অঙ্গ হিসাবে ধলাই জেলার প্রত্যন্ত গঙ্গানগর ব্লকে শুক্রবার সম্পূর্ণতা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। এ উপলক্ষে এদিন গঙ্গানগর ব্লক প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ধলাই জেলার সহকারী জেলা শাসক নির্মল কুমার ঝাঁ, গঙ্গানগর ব্লকের বিডিও দেবারুন দেববর্মা সহ অন্যান্য অতিথিরা। সম্পূর্ণতা সেবা ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন জরুরি কাগজপত্র, আধার কার্ড আপডেট, রেগার জব কার্ড, ভোটার আই কার্ড সাধারণ লোকজনদের মধ্যে প্রদান করা হয়। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক শুক্রবার এ কর্মসূচি চলবে। এই পরিষেবা গুলি পেতে সাধারণ মানুষকে প্রায় ২৫ কিলোমিটার পথ অতিক্রম করে জেলা সদর আমবাসা যেতে হয়। উদ্যোক্তারা সম্পূর্ণতা সেবা ক্যাম্পে মানুষকে আরো বেশি করে অনুপ্রাণিত করার জন্য সম্পূর্ণতা লাকি ড্র এর আয়োজন করে। শিবিরে ডায়াবেটিস, হাইপারটেনশন স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেওয়া ৪০ জন ভাগ্যবান বিজয়ীদের মধ্যে ২৫ কেজি চাল, ২ কেজি করে আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, মসুরি ডাল, লবণ দিয়ে পুরস্কৃত করা হবে। আজকের এই সম্পূর্ণতা সেবা ক্যাম্পকে ঘিরে ব্লক চত্বরে সাধারণ মানুষের উপস্থিতি দারুন ভাবে সারা লক্ষ্য করা যায়।

Related Post

Leave a Comment