19
প্রতিনিধি, বিশালগড় ,।। বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে বিশালগড় প্রেস ক্লাব। এবারের বন্যায় মারাত্মক ক্ষতি হয়েছে গোমতী এবং দক্ষিণ জেলায়। বহু মানুষ এখনো আশ্রয় শিবিরে রয়েছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুর্গতদের। রাজ্যের বিভিন্ন সংগঠন দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে। বৃহস্পতিবার গোমতী জেলার তেপানিয়া ব্লকের কাকড়াবন শালগড়া বিধানসভার আমতলী গ্রামে ছুটে যান বিশালগড় প্রেস ক্লাবের সদস্যরা। গোমতী তীরের আমতলী রীতিমতো ধ্বংসলিলা চালিয়েছে বন্যা। এখনো অনেকে আশ্রয় শিবিরে অনেকে উঁচু টিলায় আবার অনেকে রাস্তার পাশে তাবু টাঙিয়ে দুর্বিসহ জীবন কাটাচ্ছে। সেখানকার দুর্গতদের হাতে কাপড়চোপড় সাবান দাঁতের মাজন টুথব্রাশ দুধ বিস্কুট ইত্যাদি সামগ্রী তুলে দেন বিশালগড় প্রেস ক্লাব। আগামী দিনেও অসহায় মানুষের পাশে দাঁড়াবেন বলে জানান প্রেস ক্লাব কতৃপক্ষ।