Home রাজনীতি বিশালগড়ে পঞ্চায়েত প্রতিনিধিদের শপথ গ্রহণ

বিশালগড়ে পঞ্চায়েত প্রতিনিধিদের শপথ গ্রহণ

by admin
0 comment 19 views

প্রতিনিধি, বিশালগড়, ২৯ আগস্ট।। বিশালগড় ব্লকের পঞ্চায়েত গুলোতে নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ গ্রহণ প্রক্রিয়া চলছে । শুক্রবার বেশ কয়েকটি পঞ্চায়েতে নির্বাচিত মেম্বার প্রধান উপপ্রধানরা শপথ গ্রহণ করেন। গ্রামের মানুষের উপস্থিতিতে সবগুলি পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে। অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে প্রধান সীমা নন্দি গিরি উপপ্রধান মিঠুন দেবনাথ শপথ নিয়েছেন। প্রভুরামপুরে প্রধান এবং উপপ্রধান হিসেবে শপথ নিয়েছেন মিনা লস্কর এবং গৌতম ঘোষ। পুরাতন রাজনগরে প্রধান হয়েছেন মনীষা দাস, উপপ্রধান গৌতম দাস। রাউতখলা পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের দায়িত্ব পেয়েছে যথাক্রমে ঝুমারানী সাহা, রঞ্জিত দেবনাথ। গজারিয়া পঞ্চায়েতে প্রধান শ্যামল দাস উপপ্রধান সন্ধ্যা রানী দাস। নবীনগর পঞ্চায়েতে প্রধান জহর বনিক উপপ্রধান জীবন কুমার শীল নির্বাচিত হয়েছেন। সবগুলি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করে গ্রামের মানুষের আর্থসামাজিক কল্যাণে কাজ করার জন্য পঞ্চায়েতের প্রতিনিধিদের পরামর্শ দেন। এছাড়া এ দিন গোলাঘাটি বিধানসভার কয়েকটি পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গোপিনগরে প্রধান এবং উপপ্রধান হিসেবে শপথ নিয়েছেন পুষ্প সিনহা এবং মালবিকা ভৌমিক। ভাটিলারমা পঞ্চায়েতে প্রধান লক্ষ্মী দাস উপপ্রধান মিরা শীল শপথ নিয়েছেন। এছাড়া কসবা গ্রাম পঞ্চায়েতে প্রধান প্রান্তোষ শীল উপপ্রধান জীবন সাহা নির্বাচিত হয়েছেন। বড়জলা গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান হিসেবে শপথ নিয়েছেন যথাক্রমে সজল দেবনাথ, নিখিল মজুমদার।শপথ গ্রহণ অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, জেলা পরিষদের সদস্যা সুমিত্রা দাস, পঞ্চায়েত সমিতির সদস্য রবীন্দ্র দত্ত, জেলা সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা, সম্পাদক নিতাই শীল, কোষাধক্ষ্য বিপ্লব চক্রবর্তী, গোলাঘাটি মন্ডলের সহসভাপতি নারায়ণ দেবনাথ, সুদীপ সাহা প্রমুখ।

Related Post

Leave a Comment