প্রতিনিধি, বিশালগড়, ২৯ আগস্ট।। রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুক্রবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের একটি টিম সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। এদিন প্রথমে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি সোনামুড়া মহকুমায় পরিদর্শন করেন। সেখানকার বন্যায় বিধ্বস্ত জিরতলী বাজার, মেলাঘর চর, তেল কাজলা, ঘ্রাণতলী, সোনামুড়া বালিকা বিদ্যালয় আশ্রয় শিবির, বেজিমারা, মাছিমা, উত্তর মহেশপুরে ধসে বিধ্বস্ত স্কুল, থলিবাড়ি প্রভৃতি এলাকা পরিদর্শন করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, কৃষি জমি, পুকুর, বসতবাড়ি ইত্যাদি সরেজমিনে প্রত্যক্ষ করেন প্রতিনিধি দলটি। এছাড়া এদিন বিশালগড় মহকুমার রঘুনাথপুর, ঘনিয়ামারা, বাইদারদিঘী বিজয় নদ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা
16
previous post
গন্ডাছড়া শহর এলাকায় দুঃসাহসিক চুরি
next post