প্রতিনিধি, গন্ডাছড়া :- একদিকে বন্যা অন্যদিকে চুরের উপদ্রবে দিশাহারা গন্ডাছড়া মহকুমার সাধারণ মানুষ। প্রায় প্রতিদিনই কোন না কোন বাড়িতে চুরির ঘটনা ঘটে চলছে। সম্প্রতি আরো একটি ঘটনা ঘটে গন্ডাছড়া ষাট কার্ড এলাকার বাসিন্দা হরিদাস সরকারের বাড়িতে। হরিদাস সরকার জানান গত ১৭ আগষ্ট ছেলের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে স্ব-পরিবারে আগরতলা গিয়েছিলেন। পরবর্তীতে বন্যার কারণে তিনি গন্ডাছড়ায় আসতে পারেনি। বুধবার বাড়িতে এসে দেখেন তার ঘরের দরজা ভাঙ্গা। এরপর তিনি প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ঘরে ঢুকে দেখতে পান আলমারির লকার ভেঙ্গে চুরের দল প্রায় তিন ভুরি স্বর্ণ, নগদ ৫৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এরপরই গন্ডাছড়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করে। গন্ডাছড়া শহর লাগোয়া পুরানো টাউন হল সংলগ্ন জনবহুল এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
40