Home ত্রিপুরা বন্যায় মাটি চাপা পড়ে নিহত যুবকের পরিবারকে সাহায্য রাশি পৌঁছে দেওয়া হল।

বন্যায় মাটি চাপা পড়ে নিহত যুবকের পরিবারকে সাহায্য রাশি পৌঁছে দেওয়া হল।

by admin
0 comment 43 views

প্রতিনিধি, তেলিয়ামুড়া। বন্যা পরিস্থিতি যেভাবে মানুষের সর্বশ ধংস করেছে এই ক্ষেত্রে মানুষের সাহায্যার্থে রাজ্য সরকারের পাশাপাশি এগিয়ে আসছে বিভিন্ন সামাজিক সংস্থাও। মুঙ্গিয়া কামি আরডি ব্লক এলাকার চামপ্লাই এ বীরেশ দেববর্মা নামে চৌদ্দ বছরের এক যুবক মাটি চাপা পড়ে মৃত্যু হয়। উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা প্রয়াত বিদেশ দেববর্মার পরিবারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকেচার লক্ষ টাকা চেক তুলে দেন। একটি সঙ্গে পরিবারটিকে সব রকমের সাহায্যের ও আশ্বাস দেন। আজ নিহত বীরেস দেব বর্মার পরিবার পরিজনদের সাথে মিলিত হন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ও। এবং ৫০ হাজার টাকার সাহায্য দেওয়ার ও আশ্বাস দেন। এদিকে আজ
মুঙ্গিয়াকামী ব্লকের অধীন নখাতলা হাইস্কুলে ত্রাণ শিবিরে থাকা পরিবার এর হাতে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এর পক্ষ থেকে পাছড়া, গামছা তুলে দেওয়া হয় সেইসাথে তেলিয়ামুড়ার অন্যতম সামাজিক সংস্থা নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটি এর পক্ষ থেকেও শিবিরে শিশু, মহিলা, পুরুষ দের হাতে কিছু সংগৃহীত কাপড় তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী বিকাশ দেব্বর্মা, মহকুমা শাসক পরিমল মজুমদার, ডি সি এম সৌরভ দাস, ডিসিএম দেবাশীষ চাকমা সহ অন্যান্য রা।

Related Post

Leave a Comment