প্রতিনিধি মোহনপুর:- মোহনপুর এবং বামুটিয়া ব্লক এলাকার গ্রাম পঞ্চায়েত গ্রুপে শপথ গ্রহণ কর্মসূচি শুরু হয়েছে বৃহস্পতিবার। এদিন বাবুটিয়া ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েত এবং মোহনপুর ব্লকের ৫ টি গ্রাম পঞ্চায়েতে হয়েছে শপথ গ্রহণ। মোহনপুর ব্লকের অধীন গ্রাম পঞ্চায়েতগুলোতে শপথ গ্রহণে উপস্থিত থেকে জনপ্রতিনিধিদের মানুষের হয়ে কাজ করার পরামর্শ দিলেন মন্ত্রী রতন লাল নাথ।
মোহনপুর মহকুমা এলাকাতে বামুটিয়া এবং মোহনপুর ব্লকের অধীন গ্রাম পঞ্চায়েত গুলোতে শপথ গ্রহণ কর্মসূচি শুরু হয়েছে বৃহস্পতিবার। এইদিন সকাল থেকেই মোহনপুর ব্লকের অন্তর্গত মোট পাঁচটি গ্রাম পঞ্চায়েতে একে একে শপথ গ্রহণ কর্মসূচি শুরু হয়েছে। সবকটি শপথ গ্রহণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি এদিনে এই কর্মসূচিতে উপস্থিত থেকে বলেন যারা ঈশ্বরের নামে আজ শপথ গ্রহণ করেছেন তারা আগামী পাঁচ বছর সঠিকভাবে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। পাশাপাশি পঞ্চায়েতের প্রাক্তন জন প্রতিনিধি এবং স্থানীয়দের নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে বামুটিয়া ব্লকের অধীন ১০ টি গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার হবে পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ। বাকি ১১ টি গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ হবে ৩১ তারিখ।
38
previous post