প্রতিনিধি , উদয়পুর :- দশমদিনে এসেও এখনো পর্যন্ত বন্যার জল উদয়পুর শহর লাগুয়া বিভিন্ন বাড়িঘর থেকে নেমে যায়নি । তার ফলে জমা জল থেকে বের হচ্ছে দুর্গন্ধ । এক প্রকার মিথেন গ্যাস মাটির নিচে পচে গিয়ে তৈরি হওয়ার ফলে দুর্গন্ধ আরো বেড়ে গিয়েছে বিভিন্ন এলাকায় । এবার শহরের জল কমানোর জন্য গতকাল বৈঠক করেছিলেন অর্থমন্ত্রী। ঠিক তার কয়েক ঘণ্টা পরে আগরতলা কর্পোরেশন থেকে একটি মোটর পাম্প নিয়ে আসা হয় উদয়পুর পৌর পরিষদে । বর্তমানে মোটর পাম্পে জামজুরি সুইজ গেইটে লাগানো হয়েছে । মোটর পাম্প লাগিয়ে অতিরিক্ত বন্যার জল রাস্তার অন্য প্রান্তে নিয়ে ফেলা হচ্ছে মোটা পাইপের মাধ্যমে । এর ফলে ধীরে ধীরে শহর এলাকা থেকে জল কিছুটা নিচের দিকে নেমে আসতে শুরু করেছে। একদিকে যখন বন্যার জল পার করা হচ্ছে অন্যদিকে জামজুরি সুইজগেইটে মাছ ধরার হিড়িক পড়েছে জেলেদের । বৃহস্পতিবার দুপুরে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার জামজুরি সুইজগেইট এলাকা পরিদর্শন করেন । কথা বলেন আগরতলা ও উদয়পুরের বিভিন্ন ইঞ্জিনিয়ারদের সাথে । কিভাবে আরও দ্রুত এই জল নিষ্কাশন করা যায় সেই বিষয়ে । পরে আমাদের প্রতিনিধির প্রশ্নের উত্তরে পৌর চেয়ারম্যান জানান , শহরের বন্যার অতিরিক্ত জমানো জল বের করার জন্য আজ এই মোটর পাম্প লাগিয়ে জল বের করা হচ্ছে । তার ফলে পৌর পরিষদের পশ্চিমাংশে অনেকটাই জল নেমে গিয়েছে। এর ফলে শহরের বিভিন্ন বিদ্যালয় থেকে শরণার্থীরা তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে। অন্যদিকে পৌর পরিষদের পূর্বাংশে তথা ডাকবাংলা রোড থেকে শুরু করে ব্রম্মাবাড়ী একটা বিশাল অংশ এখনও পর্যন্ত জলের নিচে তলিয়ে আছে । বর্তমানে এই জল আরো চারদিন সময় লাগতে পারে সম্পূর্ণভাবে এলাকা বন্যার জলমুক্ত করতে। সব মিলিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে জামজুরি সুইজগেট এলাকায় ।
52