Home ভারত বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত যুবকের পরিবারের সাথে কথা বললেন অর্থমন্ত্রী

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত যুবকের পরিবারের সাথে কথা বললেন অর্থমন্ত্রী

by admin
0 comment 45 views

 প্রতিনিধি , উদয়পুর :- গতকাল বিকেল তিনটা নাগাদ উদয়পুর সুখ সাগর জলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল মোফাজ্জল হোসেন নামে এক যুবককে । ঘটনার দ্বিতীয় দিনে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় টেলিফোনের মাধ্যমে আগরতলা মহাকরন থেকে কথা বলেন মৃত যুবকের পিতা ময়নাল হোসেনের সাথে । এদিন অর্থমন্ত্রী একটি প্রতিনিধি দল মৃত যুবকের বাড়িতে পাঠিয়েছেন গোটা বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য । পশ্চিম খিলপাড়া ২ নং পঞ্চায়েতের জন প্রতিনিধি মিমন মিয়া মিদ্দা নেতৃত্বে পুলক চক্রবর্তী ,বাপন দেবরায় ও প্রদীপ দাস ছুটে যান মৃত মোফাজ্জল হোসেনের বাড়িতে । এদের টেলিফোনের মাধ্যমে তার পিতার সাথে কথা বলার সময় অর্থমন্ত্রী আশ্বস্ত করেন গোটা পরিবারের পাশে তিনি সর্বদা থাকবেন এবং যেকোনো বিষয়ে তিনি সমস্ত কিছু নিজে দেখবেন বলে আশ্বস্ত করেন পরিবারটিকে । অর্থমন্ত্রী সাথে টেলিফোনে কথা বলার সময় অসহায় পিতা ময়নাল হোসেন কান্নায় ভেঙে পড়ে। তরতাজা ছেলের এইভাবে মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছে না গোটা পরিবার। সুখসাগর জলায় বৈদ্যুতিক তারে এভাবে তাকে মুহূর্তের মধ্যে জীবন দিতে হবে তা কখনো ভেবে পাচ্ছে না গ্রামের মানুষ। একদিকে যেমন বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ এই এলাকায় অন্যদিকে খিলপাড়া ফকির বাড়ি এলাকার মানুষ বর্তমানে শোকস্তব্ধ হয়ে রয়েছে । অর্থমন্ত্রীর এই টেলিফোনের বার্তালাপ পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছে গোটা পরিবার এমনটা মনে করছেন গ্রামবাসীরা

Related Post

Leave a Comment