Home অপরাধ রোগী সে‌জে ডাক্তার দেখা‌তে গি‌য়ে চ‌ল্লিশ হাজার টাকা চু‌রি

রোগী সে‌জে ডাক্তার দেখা‌তে গি‌য়ে চ‌ল্লিশ হাজার টাকা চু‌রি

by admin
0 comment 64 views

রোগী সে‌জে ডাক্তার দেখা‌তে গি‌য়ে চ‌ল্লিশ হাজার টাকা চু‌রি ক‌রে পালা‌তে গি‌য়ে সি‌সি ক‌্যা‌মেরার ফু‌টেজ দে‌খে বহির্রা‌জ্যের দুই ম‌হিলা সহ এক শিশু আটক পাথারকা‌ন্দি‌র সলগই বাজা‌রে।****************রোগী সে‌জে ডাক্তার দেখা‌তে গি‌য়ে টাকা চু‌রি ক‌রে অব‌শে‌ষে ব‌হির্রাজ‌্য কলকাতা আ‌লিপুরদুয়া‌রের দুই ম‌হিলা সহ এক শিশু ধরা পড়ল পাথারকা‌ন্দির সলগই বাজা‌রে।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে সিলগম বৈদ ও নিহা বৈদ সহ এক‌টি বা‌রো বছ‌রের শিশু।জানা গে‌ছে উ‌ল্লে‌খিত ম‌হিলারা বৃহস্প‌তিবার দুপু‌রে পাথারকা‌ন্দি সামু‌হিক হস‌পিট‌্যা‌লে পৌ‌ছে ডাক্তার দেখা‌নোর ফাঁকতা‌লে স্থানীয় এক মহিলার প্লা‌ষ্টি‌কের ব‌্যা‌গে থাকা টাকা ব‌্যাগ কে‌টে চু‌রি ক‌রে গা ঢাকা দেয়।প‌রে বিষয়‌টি ধরা প‌ড়ে হস‌পিট‌্যা‌লে থাকা সি‌সি ক‌্যা‌মেরায়।‌শে‌ষে এ‌দের সব‌দি‌কে খোজ খবর নেওয়া হয়।প‌রে টাকা চু‌রি‌তে জ‌ড়িত‌দের সন্ধান মে‌লে সলগই বাজা‌রে।এ‌তে জ‌ড়িতরা যাযাবর প্রকৃ‌তির লোক।তা‌দের প্রায় কু‌ড়ি জ‌নের এক‌টি দল গত দু‌দিন ধ‌রে সলগই বাজা‌রের সরকা‌রি সেডঘ‌রে অবস্থান কর‌ছিল।ও‌দের পুরু‌ষেরা কাটবিড়া‌লি শিকার ক‌রে।এ ম‌র্মে পাথারকা‌ন্দি উত্তর রেল‌গেট সংলগ্ন গ্রা‌মের বা‌সিন্ধা যথাক্রমে আলচু বি‌বি আ‌মিনা বেগম ও আফসানা খাতুন জানান জানান যে তারা এ‌দিন পাঞ্জাব ন‌্যাশন‌্যাল ব‌্যাঙ্ক থে‌কে সু‌নি‌তি এসএইচ‌জি গ্রুফ থে‌কে নগদ চ‌ল্লিশ হাজার টাকা তো‌লেন।টাকাগু‌লো ছিল আ‌মিনার ব‌্যা‌গে।তা‌দের প্রথম থে‌কেই পিছু কর‌ছিল ব‌হির্রেরা‌জ্যের এই ম‌হিলারা। ‌শে‌ষে ধৃত‌দের আটক ক‌রে কিছুটা উত্তম মধ‌্যম দি‌লে বি‌ভিন্ন স্থান সহ ধান‌খেত থে‌কে উদ্ধার হয় নগদ আট‌ত্রিশ হাজার টাকা।‌তারা টাকা চু‌রির জন‌্য স‌ঙ্গে থাকা শিশু‌টি‌কে দা‌য়ি ক‌রে।উদ্থারকৃত সব‌টি নোটই ছিল পাচ’শ টাকার।শে‌ষে উদ্ধারকৃত টাকা নি‌য়ে ধৃত‌দের পু‌লি‌শে না দিয়েই কে‌টে প‌ড়েন টাকার মা‌লিক পক্ষ।ধৃতরা যে এই লাই‌নে পোক্ত তা আর বলার অ‌পেক্ষা রা‌খে না।ওরা সাধারণ ভা‌বে চলা‌ফেরা কর‌লেও সম‌য়ে সম‌য়ে বাহা‌রি পোষা‌ক প‌রিধান ক‌রে নি‌জে‌দের কাজ হা‌সিল কর‌ছে ব‌লে অ‌ভি‌যোগ।এ‌দের এমন এক‌টি বিশাল সি‌ন্ডি‌কেট পু‌রো উত্তরপূর্বাঞ্চ‌লে স‌ক্রিয় থাকার খবর পাওয়া গে‌ছে।এ‌দি‌কে এ‌দিন বিকা‌লেই সলগই বাজার ‌ভি‌ডি‌পি সহ বাজার ক‌মি‌টির কর্মকর্তারা যাযাবর প্রকৃ‌তির লোক‌দের বাজার থে‌কে তা‌ড়ি‌য়ে দেন।

Related Post

Leave a Comment