Home ত্রিপুরা গন্ডাছড়া শ্মশান ঘাট সাড়াইয়ের দাবি

গন্ডাছড়া শ্মশান ঘাট সাড়াইয়ের দাবি

by admin
0 comment 40 views

 প্রতিনিধি,গন্ডাছড়া ২৯ আগষ্ট:- বন্যার জল সরে গেলেও এখনো গন্ডাছড়া শ্মশান ঘাটের বেহাল অবস্থা। জানা যায় পশ্চিম গন্ডাছড়া এডিসি ভিলেজ এলাকার গন্ডাছড়া শ্মশান ঘাটটি মহকুমার একমাত্র শ্মশান ঘাট। সেখানে না আছে ভাল চুল্লি, নেই জলের সুব্যবস্থা, না আছে নদীর ঘাট, নেই বিদ্যুতের সুব্যবস্থা। যদিও এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তারা অবগত থাকলেও এদিকে নজর দেওয়ার সময় নেই। অথচ মানুষের শেষ ঠিকানা শ্মশানঘাট। সেখানে ধনী-গরিব জাতি ধর্মের কোন বালাই নেই। সবাইকে একদিন না একদিন যেতে হবে। এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্বে থাকা পশ্চিম গন্ডাছড়া ভিলেজ সচিব কিংবা ডুম্বুরনগর ব্লকের বিডিও কারোর কোন নজর নেই। বিগত দিনে বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক সংস্থা শ্মশানঘাট সাড়ায়ের জন্য একাধিকবার পঞ্চায়েতে এমনকি ব্লকে লিখিত আকারে জানিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্তমান সরকারের আমলে যদিও প্রত্যেক বছর শ্মশান ঘাট সাড়াইয়ের নামে সরকারী ভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে। এরপরও শ্মশানের বেহাল অবস্থা দূর হচ্ছে না। বৃহস্পতিবার গন্ডাছড়া এম আর দাস পাড়ার বাসিন্দা জয়কুমার দাসের স্ত্রীর মরদেহ দাহ করতে এসে শ্মশান যাত্রীরা ভীষণ অসুবিধার মুখে পড়ে।শেষ পর্যন্ত শ্মশান যাত্রীরা নিজেরাই প্রায় তিন থেকে চার ঘন্টা যাবৎ কাদামাটি সরিয়ে শ্মশান ঘাট পরিষ্কার করে মরদেহ দাহ করা হয়। শ্মশান যাত্রীদের বক্তব্য শ্মশানের চুল্লির লোহার পাদ গুলি বর্তমানে ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। এহেন চুল্লিতে মরদেহ দাহ করতে ভীষণ অসুবিধা হয়। এমত অবস্থায় তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন প্রশাসন যেন অতিদ্রুত বেহাল শ্মশান ঘাটটি সাড়ায়ের উদ্যোগ নেয়।

Related Post

Leave a Comment