ধর্মনগর প্রতিনিধি। উত্তর জেলা পুলিশ প্রশাসন আবার ও সাফল্যের মুখ দেখল। রবিবার দুপুর থেকে সারাদিন গোপন সূত্রকে ভিত্তি করে উত্তর জেলার পুলিশ সুপার ভানু পথ চক্রবর্তী নানা দিকে জাল ছড়িয়েছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে বাগ বাসা থানাধীন হাইওয়ের উপর একটি গাড়িকে আটক করে যে গাড়িটি নাম্বারবিহীন শুধুমাত্র একটি টেম্পোরারি নাম্বার এর ওপর রয়েছে ২০২৪ এর মার্চ মাসে ক্রয় করা হয়েছে। তল্লাশিতে এই গাড়ি করে আসা সোহেল মিয়া যার বাড়ি মানিক্য পুর বক্সনগর বয়স ২৩ বছর এবং দিলওয়ার হোসেন বয়স ৩৫ বছর তার বাড়ি মানিক্যপুর বক্সনগর দুজনই সোনামুড়া মহাকুমাধিন। তল্লাশিতে এই দুজনের কাছ থেকে ৪০৮ গ্রাম হিরোইন উদ্ধার করা হয় যার বাজার মূল্য হয় না এবং কাল বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। ওরা বলছে শিলচর থেকে এই দ্রব্যগুলি নিয়ে আসা হয়েছিল সোনামুড়া যাবার উদ্দেশ্যে। কিন্তু পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান এই দ্রব্য মিজোরাম এবং মায়ানমার দেশে পাওয়া যায়। পাচারের উদ্দেশ্যে এবং যুব সমাজকে ধ্বংস করতে এই ড্রাগ নামক হেরোইন ব্যবহার করা হয়। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই বিশাল পরিমাণ হেরোইন উদ্ধারে একদিকে যেমন নেশা কারবারীদের রাতের ঘুম চলে গেছে অন্যদিকে তেমনি সাধারণবাসীদের আতঙ্কের পরিমাণ হ্রাস পেয়েছে যে তাদের সাথে উত্তর জেলা পুলিশ কাজ করে চলেছে।
74
next post