Home ভারত নির্দ্বিধায় বন নিধন চলছে খোয়াই মহাকুমার প্রত্যন্ত এলাকা গুলোতে।

নির্দ্বিধায় বন নিধন চলছে খোয়াই মহাকুমার প্রত্যন্ত এলাকা গুলোতে।

by admin
0 comment 80 views

নির্দ্বিধায় বন নিধন চলছে খোয়াই মহাকুমার প্রত্যন্ত এলাকা গুলোতে। বনদস্যদের দৌলতে উজার হয়ে যাচ্ছে একের পর জঙ্গল। ক্ষুধার্ত অবস্থায় লোকালয়ে নেমে আসছে বন্যপ্রাণীরা। দপ্তর নির্বিকার। বনমন্ত্রী নিশ্চুপ। ২০২৩ সালের পর থেকেই খোয়াই মহাকুমার বিভিন্ন পাহাড়ি এলাকা গুলোতে বন নিধনের কাজ চলছে জোর কদমে । একাংশ কাট চোরাকারবারি এই ব্যবসার সাথে জড়িত। তাদের পরোক্ষভাবে মদত যোগিয়ে যাচ্ছে বন দপ্তরের একাংশ আধিকারিক। বিশেষ করে তুলাশিখর ব্লকের তুই চিংগ্ৰাম, মায়াং বিক্রম, বাদলা বাড়ি, ভাটি ময়দান, উজান ময়দান, কলাবাগান, জমাদার বাড়ি, বেহালা বাড়ি এবং বাচাই বাড়ি ইত্যাদি এলাকাগুলোর জঙ্গল ফাঁকা হয়ে পড়েছে বন বনদস্যদের দৌলতে। শুধু তাই নয় জঙ্গল ফাঁকা হওয়ার কারণে বন্যপ্রাণীরা খাদ্যের সন্ধানে এখন লোকালয়ে চলে আসছে। মানুষের বাড়ি ঘরেও হামলা চালাচ্ছে। বন্যপ্রাণীরা বিশেষ করে বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন প্রত্যন্ত এলাকার জনগণ। এমনকি বন্যা হাতির আক্রমনে প্রাণহানি হচ্ছে সাধারণ গ্রামবাসীর। বন্যপ্রাণীদের রক্ষার্থে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক সেটাই দাবি খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগনের।

Related Post

Leave a Comment