Home » উত্তরের বাগবাসা আউট পোষ্টের পুলিশের হাতে আটক গাজা বোঝাই একটি ৬ চাকার লড়ি।

উত্তরের বাগবাসা আউট পোষ্টের পুলিশের হাতে আটক গাজা বোঝাই একটি ৬ চাকার লড়ি।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
উত্তরের বাগবাসা আউট পোষ্টের পুলিশের হাতে আটক গাজা বোঝাই একটি ৬ চাকার লড়ি। গাড়ির ভেতরে গোপন চেম্বারে ছিল এই বিপুল পরিমানের শুক্নো গাজা। মঙ্গলবার সন্ধ্যায় বাগাবাসা আউট পোষ্টের পুলিশের কাছে গাজা পাচার সক্রান্ত একটি গোপন খবর এলে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহার নেতৃত্বে পুলিশ জাতীয় সড়কে তল্লাশি করতে শুরু করে, আনুমানিক সন্ধ্যা ৮ টা নাগাদ বাগবাসা ফাড়ির অন্তর্গত নোয়াগাং বাজার এলাকায় এন এল ০১ এ এফ ২৩৭৮ নম্বরের লড়ি টিকে দাড়ানো অবস্থায় দেখতে পেলে পুলিশের সন্দেহ হয়। পুলিশ আটক করে লড়িটিকে আউট পোষ্টে নিয়ে এসে তল্লাশি করতেই একটি গোপন চেম্বারের হদিস পায় পুলিশ। পড়ে চেম্বার টি কেটে বিপুল পরিমানের গাজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ, ৪১ টি প্যাকেটে ২৭৪ কেজি গাজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক, তিনি আরও জানিয়েছেন লরির সাথে লড়ির চালক কেও আটক করা হয়েছে, ধৃতের নাম অজয় রিয়াং( ২৯) তার বাড়ি বিশালগড়ে।

You may also like

Leave a Comment