137
বলিউডে সম্পর্কের সমীকরণ বোঝা দায়! এই মুহূর্তে কেউ একা রয়েছেন তো পর মুহূর্তেই তাঁর জীবনে কোনও সঙ্গীর আগমন ঘটতে পারে। এই যেমন কৃতি শ্যানন। বলিউডের অন্দরে এত দিন বলা হত কৃতি নাকি ‘সিঙ্গল’। জীবনের এই মোড়ে অভিনেত্রী নাকি তাঁর কেরিয়ারে মনোনিবেশ করতে চান। কিন্তু সব সময় খবর চাপা থাকে না। কৃতি যে সম্পর্কে রয়েছেন সে কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বরুণ ধওয়ান। তিনি বলেছিলেন, ‘‘হ্যাঁ, কৃতি কিন্তু এখন তার মনের মানুষকে পেয়ে গিয়েছে।’’ এ বারে রিয়্যালিটি শো-এর মঞ্চে ভরা দর্শকের সামনে আরও এক বার এই বক্তব্যে সিলমোহর দিলেন বরুণ!