68
প্রতিনিধি মোহনপুর:- গোপন খবরের ভিত্তিতে আগে থেকেই উৎপেতে বসে অবৈধ গাঁজা এবং এসকফ সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। শুক্রবার রাতে নারায়ণপুর এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল। পুলিশের কাছে আগেই খবর ছিল এই এলাকাতে নেশা সামগ্রী সাপ্লাই করতে আসছে দুই যুবক। সেই মোতাবেক আগে থেকেই নারায়ণপুর এলাকায় অবস্থান করছিল এয়ারপোর্ট থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে ১২ কিলো অবৈধ গাঁজা এবং ২০ বোতল এসকফ উদ্ধার করেছে পুলিশ। শনিবার অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে। গোটা বিষয়ে তদন্ত প্রক্রিয়ায় শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি। এই নেশাচক্রের পেছনে আরো কার কার নাম জড়িত রয়েছে সে বিষয়টিও খুঁজে বার করার কাজ শুরু করেছে তদন্তকারী পুলিশ।