58
প্রতিনিধি মোহনপুর:- বিগত দুইদিন যাবৎ ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে মোহনপুর মহকুমাতেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জনজীবন। বহু বাড়ি ঘর ভেঙ্গে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ পরিষেবা ও কৃষি জমি। জলে থৈথৈ করছে ধান জমিতে। দিনভর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিদ্যুৎ পরিষেবা চালু করার জন্য কাজ করেছেন। বেশ কিছু অঞ্চলে পরিষেবা শুরু করা সম্ভব হলেও অনেক গ্রামেই বিদ্যুৎ পরিষেবা রাত পর্যন্ত শুরু করা যায়নি। প্রাথমিকভাবে প্রায় দুই শতাধিক ছোট বড় মিলিয়ে বাড়িঘর মোহনপুর মহকুমা এলাকাতে ভেঙ্গে গেছে। বিশেষ করে সবজি চাষের জমিতে জল জমে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকেরা। সবজির জমি চলেগেছে জলের নিচে। বহু কৃষক এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। যদি এই ঘটনায় প্রাণহানির কোন ঘটনা ঘটেনি মোহনপুর মহকুমা এলাকাতে।