Home » ডাম্পিং স্টেশনের আবর্জনায় অগ্নিসংযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে

ডাম্পিং স্টেশনের আবর্জনায় অগ্নিসংযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে

by admin

প্রতিনিধি মোহনপুর:-দমদমিয়া ডাম্পিং স্টেশনে বিশাল আকার আবর্জনার তুপে অগ্নিসংযোগ ঘটে। এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাল ঘাম ছুটে দমকল বিভাগের কর্মীদের। রবিবার দিন ভোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনা হয় আগুন। যদিও আগুনের কারণে তৈরি হওয়া ধোঁয়া নিয়ন্ত্রণ আনা কষ্টকর হয়ে পড়েছে দমকল বিভাগের কর্মীদের কাছে।
আগরতলা শহরের সমস্ত আবর্জনা বিজ্ঞানসম্মতভাবে প্রক্রিয়াজাত করার জন্য দমদমিয়ায় ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছিল। কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় আবর্জনা গুলো প্রক্রিয়াকরণ করা হয়নি। বহিঃ রাজ্যের দু একটি কোম্পানিকে ডেকে এনে শুরুতে জৈব সার তৈরি করার প্রক্রিয়ার শুরু হয়েছিল। কিন্তু দীর্ঘ বছর যাবত তাও বন্ধ হয়ে রয়েছে। শুধুমাত্র শহরের আবর্জনাগুলো এনে স্তুপাকৃত করা হচ্ছে দমদমিয়াতে। এই অবস্থায় শনিবার ভোর রাত থেকে আবর্জনায় অগ্নিসংযোগ ঘটে। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার বিকেলে দমকল বিভাগের আধিকারিকরা জানান লাগাতার চারটি ইঞ্জিন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু ধোঁয়া নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। যেহেতু আবর্জনা স্তুপে প্লাস্টিকের সংখ্যা বেশি তাই ধোঁয়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই অবস্থায় পার্শ্ববর্তী গ্রামগুলোতে ছড়িয়ে পড়ছে ধোঁয়া। স্থানীয়দের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাম্পিং স্টেশনের দায়িত্বপ্রাপ্তরা এই আবর্জনার স্তুপে আগুন ধরিয়ে দিয়েছে। এই অবস্থায় সরকার অতিসত্বর উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন স্থানীয় জনতা।

You may also like

Leave a Comment