প্রতিনিধি , উদয়পুর :-
নেশাখোর চোরের যন্ত্রণায় অতিষ্ট ব্যবসায়ী মহল । ঘটনা, উদয়পুর লেক সিটি শপিং কমপ্লেক্স ।
ঘটনা সূত্রে জানা গিয়েছে , দীর্ঘদিন ধরে উদয়পুর শহরে লেকসিটি শপিং কমপ্লেক্সের বিভিন্ন দোকান থেকে প্রতিনিয়ত বিভিন্ন সামগ্রী চুরি হয়ে যাচ্ছে। সেই সাথে লেক সিটি শপিং কমপ্লেক্সে বাজার করতে আসা ক্রেতা ও বিক্রেতাদের মোটরবাইক থেকে শুরু করে বাইসাইকেল ও অন্যান্য সামগ্রী হচ্ছে নিত্যদিন । মঙ্গলবার দুপুরে চুরি কাণ্ড সংঘটিত করতে গিয়ে এক ব্যবসায়ীর দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে উদয়পুর চন্দ্রপুর এলাকার এক নেশাখোর । তাকে উত্তম মাধ্যম দেয় বাজারে আসা ক্রেতা বিক্রেতারা । তার কাছ থেকে উদ্ধার হয় নেশা জাতীয় বিভিন্ন দ্রব্যসামগ্রী । কিন্তু একটা সময় নেশাখোর এই যুবক ঘটনাস্থল থেকে সকলের চোখ ফাঁকি দিয়ে দিন । গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় উদয়পুর লেক সিটি শপিং কমপ্লেক্সে ।