‘ভারত জোড়ো যাত্রা’য় একাধিক বার নিরাপত্তা বলয় ভেঙে রাহুল গান্ধীর কাছে পৌঁছে গিয়েছেন বিভিন্ন মানুষ। এই অভিযোগ তুলেই কংগ্রেস নেতার নিরাপত্তা বাড়ানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিল হাত শিবির। বুধবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল চিঠি দিয়ে রাহুলের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করার জন্য শাহকে অনুরোধ জানিয়েছেন। শনিবার হরিয়ানা পেরিয়ে দিল্লি পৌঁছয় ‘ভারত জোড়ো যাত্রা’। কংগ্রেসের অভিযোগ, দিল্লিতে এই পদযাত্রা প্রবেশ করার পরেই বেশ কিছু জায়গায় কিছু যুবক রাহুলের নিরাপত্তা বলয় ভেঙে ভিতরে ঢুকে যান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ জ়েড প্লাস নিরাপত্তা পাওয়া রাহুলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ কংগ্রেসের। কংগ্রেস শিবিরের দাবি, বিজেপি ও বিজেপির জোটসঙ্গী বিজেপির শাসনাধীন হরিয়ানায় কিছু লোক ইচ্ছাকৃত ভাবে পদযাত্রায় ঢুকে গোলমাল পাকানোর চেষ্টা করেছে। পদযাত্রায় অংশ নেওয়া মানুষদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি হেনস্থা করছে বলেও অভিযোগ তোলা হয়েছে ওই চিঠিতে।
101
previous post