Home ত্রিপুরা সন্ধ্যা রাতে রাবার গোডাউনে বিধ্বংসী আগুন

সন্ধ্যা রাতে রাবার গোডাউনে বিধ্বংসী আগুন

by admin
0 comment 53 views

প্রতিনিধি, উদয়পুর :- একদিকে বন্যায় যখন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আর অন্যদিকে এবার আগুনে সর্বস্বান্ত হচ্ছে তুলামুড়া বাজার এলাকায় টিঙ্কর সাহার রাবার গোডাউন । ঘটনার সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার সন্ধ্যা রাতে রাবার গোডাউনে যখন ধোঁয়া দেওয়া হচ্ছিল তখন হঠাৎ আগুনের ফুলকি গিয়ে একটি শুকনো রাবারের মধ্যে পড়ে যায় । আর মুহূর্তের মধ্যে একটি রাবার থেকে আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র । জানা যায় , ৭ থেকে ৮ টন রাবার মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় । জানা যায় , ঘটনার কিছু মুহূর্তের পরেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয় । অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী উদয়পুর থেকে ছুটে যায় কিন্তু ঘটনাস্থলে সঠিক জায়গায় পৌঁছতে পারেনি তার কারণ বন্যার কারণে রাস্তা খারাপ হয়ে পড়ে। ‌ কিন্তু ততক্ষণে সম্পূন্ন গোডাউন ধ্বংস হয়ে পড়ে ।‌ সব মিলিয়ে ভয়ানক চিত্র তৈরি হয় মুহূর্তের মধ্যে গোটা তুলামুড়া বাজার এলাকায় ।

Related Post

Leave a Comment