প্রতিনিধি, বিশালগড় । বিশালগড়ে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। মঙ্গলবার স্থানীয় বিধায়ক সুশান্ত দেব কে সঙ্গে নিয়ে বন্যা দুর্গত এলাকা রঘুনাথপুর, নিউমার্কেট প্রভৃতি এলাকা পরিদর্শন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। ছিলেন বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী। দ্রুত ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারি সহযোগিতা পৌঁছানোর ক্ষেত্রে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য মহকুমা শাসক কে পরামর্শ দেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন খাদ্য সামগ্রী সম্বলিত ত্রাণের প্যাকেট বিশালগড়ের দুর্গতদের জন্য দিয়ে যান তিনি। এদিন সন্ধ্যা রাতে বিশালগড় বন্যা দুর্গত এলাকা রাউৎখলায় ত্রাণের ব্যাগ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেয়া হয়। এছাড়া এদিন বন্যা বিধ্বস্ত নদীলাগ এবং কৃষ্ণ কিশোর নগরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন বিধায়ক সুশান্ত দেব। তিনি সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়া বিশালগড়ের বন্যায় ক্ষতিগ্রস্ত শিবনগর এলাকায় তিথিভোজনের আয়োজন করে যুব মোর্চার প্রদেশ সম্পাদক প্রার্থ দেব। সেখানকার নাগরিকদের জন্য আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছেন বিধায়ক সুশান্ত দেব, পঞ্চায়েত সমিতির সদস্য শংকর সাহা, যুব মোর্চার প্রদেশ সম্পাদক প্রার্থ দেব। বিধায়ক সহ উপস্থিত নেতৃবৃন্দ নাগরিকদের মধ্যে খাদ্য পরিবেশন করেন। এছাড়া এদিন বিশালগড় আনন্দমার্গ স্কুল এবং বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে জীবাণুনাশক ব্লিচিং পাউডার ছড়িয়ে দেন বিধায়ক সুশান্ত দেব। এছাড়া সাবান, হ্যান্ড ওয়াশ ইত্যাদি সামগ্রী তুলে দেয়া হয় বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে। বিধায়ক সুশান্ত দেব জানান সকলের প্রচেষ্টায় দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে বিশালগড়। সাধারণ মানুষ আশ্রয় শিবির ছেড়ে বাড়িতে যাচ্ছে। কৃষি, মৎস, গ্রামোনোন্নয়ন, পূর্ত দপ্তর সহ সকল দপ্তর কাজ করে যাচ্ছে।
40