প্রতিনিধি , উদয়পুর :- উদয়পুর শহরকে যানজট মুক্ত ও উন্নত পরিষেবা দেওয়ার দাবিতে সোচ্চার হল শাসক দল বিজেপির আর কে পুর মন্ডলের যুব মোর্চার কর্মীরা । বৃহস্পতিবার দুপুরে ছয় দফা দাবিকে সামনে রেখে যুব মোর্চার উদ্যোগে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদারের নিকট এক ডেপুটেশান প্রদান করে । এই ডেপুটেশানে উল্লেখযোগ্য দাবি গুলি ছিল , উদয়পুর পৌর পরিষদ এলাকায় হকার ব্যবসায়ীদের উচ্ছেদের পূর্বে নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে জায়গা দেওয়া , পৌর পরিষদ এলাকার রাস্তা এবং ড্রেন গুলিকে বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে সংস্কার করা , গোটা উদয়পুর শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা ও পৌর পরিষদের অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে খারাপ স্ট্রিট লাইট গুলিকে খুব দ্রুত সারাই এবং নতুন লাইট লাগানো ইত্যাদি বিষয়ে এদিন ডেপুটেশানে মিলিত হয় নেতৃত্ব থেকে শুরু করে কর্মীরা। এদিনের ডেপুটেশানে অংশ নেন ৩১ আর.কে.পুর মন্ডলের যুব মোর্চা সভাপতি রাকেশ শীল থেকে শুরু করে মন্ডলের বিভিন্ন নেতৃত্বরা । ডেপুটেশান শেষে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মোর্চার সভাপতি রাকেশ শীল বলেন , সমস্ত দাবিগুলি যৌক্তিকতা স্বীকার করেছে পৌর চেয়ারম্যান এবং আগামী দিনে এই সকল সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান আর কে পুর মন্ডলের যুব মোর্চার সভাপতি ।
60