Home » ১৬০ বোতল ফ্যানসিডিল সহ এক নেশা কারবারিকে জালে তুলে খোয়াই থানার পুলিশ

১৬০ বোতল ফ্যানসিডিল সহ এক নেশা কারবারিকে জালে তুলে খোয়াই থানার পুলিশ

by admin

নির্বাচনের দিনগুলিতেও খোয়াই তে অব্যাহত রয়েছে নেশা কারবারীদের দৌরাত্ম। শনিবার দুপুরে ১৬০ বোতল ফ্যানসিডিল সহ এক নেশা কারবারিকে জালে তুলে খোয়াই থানার পুলিশ। খোয়াই থানা সূত্রে জানা যায় যে, এই দিন গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে খোয়াই থানা এবং বাইজাল বাড়ি আউটপোস্টের পুলিশ বেলফাং এলাকায় নাকা পয়েন্টে চেকিং এ বসে। পুলিশের চেকিং চলাকালীন সময় টি আর ০১ এজে ০৩৭২ নাম্বারের একটি ইকু গাড়ি নাকা পয়েন্টের সামনে এসো উপস্থিত হয় । তখন পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৬০ বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করে, পাশাপাশি দুটি মোবাইল ফোন নগদ ৬ হাজার ৫০০ টাকা এবং গাড়ির চালক মিঠুন নম দাস কে আটক করে খোয়াই থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে এন ডি পিএস ধারায় মামলা নথিভুক্ত হয়েছে। আগামীকাল অভিযুক্ত কে আদালতের প্রেরণ করা হবে।

You may also like

Leave a Comment