88
- প্রতিনিধি , উদয়পুর :- এক মাসের ব্যবধানে উদয়পুরে গাড়ি ও বাইকের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত তিনজনের । বুধবার সকাল পৌনে নয়টা নাগাদ উদয়পুর ব্রম্মাবাড়ী জাতীয় সড়কের উপর থামানো একটি ট্রাক গাড়ির পেছনে সজোরে আঘাত করে এক বাইক চালক । ঘটনাস্থলে মৃত্যু হয় বিজয় দে নামে বাইক চালকের । তার বাড়ি উদয়পুর ফুলকুমারী ক্যানেল চৌহমুনী এলাকায় । ঘটনার বিবরণে জানা যায় , বুধবার সকালে নিজ এলাকার তথা বন্ধু সুকান্ত দাস ও তার বোন তনুশ্রী দাস কে সাথে নিয়ে একই বাইকে চেপে তিনজন খিলপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল মঙ্গলবার দুপুরে চুরি হয়ে যাওয়া সুকান্ত দাসের টিআর ০৩ এম ৭৫৬৫ নাম্বারের স্কুটি খোঁজ করার জন্য । তখন ব্রম্মাবাড়ী জাতীয় সড়কে পৌঁছতেই রাস্তার উপর দাঁড়িয়ে থাকা টিআর ০১- ১৯২৬ নাম্বারের ট্রাক গাড়ির পেছনে গিয়ে সজোড়ে আঘাত করে বিজয় দে টিআর ০৩ ডি ৯৭১৪ নাম্বারের বাইকটি। মাথায় হ্যামলেট না থাকার কারণে ঘটনাস্থলে জাতীয় সড়কের ছিটকে পড়ে মৃত্যু হয় বিজয়ের । এই ঘটনা দেখতে পেয়ে কর্তব্যরত ট্রাফিক কর্মীরা সঙ্গে সঙ্গেই উদয়পুর দমকল দপ্তরে খবর দেয় । দমকল কর্মীরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য। কর্তব্যরত ডাক্তাররা জানান বিজয়ের মৃত্যু হয়েছে । এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন থেকে শুরু করে তার গ্রামীন এলাকার সাধারণ মানুষ । কিন্তু যেভাবে উদয়পুরে একের পর এক মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে তাতে করে জাতীয় সড়কে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে । জানা গিয়েছে ময়নাতদন্ত শেষ করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বাইক দুর্ঘটনায় মৃত্যু হওয়া বিজয়ী দে মৃতদেহ ।