Home ত্রিপুরা বিশালগড় জীবনানন্দ শিশু নিকেতনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

বিশালগড় জীবনানন্দ শিশু নিকেতনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

by admin
0 comment 51 views

প্রতিনিধি, বিশালগড় । বিশালগড় মহকুমার বাইদ্যারদিঘী স্থিত নিউ জীবনানন্দ শিশু নিকেতন এবং ২নং চন্দ্রনগর ইসলামিয়া জুনিয়র মাদ্রাসার যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার অনুষ্ঠানের শুরুতে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন অতিথিরা । স্বাগত বক্তব্য রাখেন ২নং চন্দ্রনগর ইসলামিয়া জুনিয়র মাদ্রাসার শিক্ষক মহরম আলী।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশালগড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা বলেন প্রয়োজন অপ্রয়োজনে নির্বিচারে বন ধ্বংসের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে।
বিশালগড় প্রেসক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ বলেন প্রকৃতির সবচেয়ে বেশি ক্ষতি করেছে মানুষ। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ পরিবেশ উপহার দিতে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। এছাড়া আলোচনা করেন বাইদ্যারদিঘী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা উত্তরা চাকমা, গ্রাম প্রধান রত্না শুক্লা দাস, বিশিষ্ট শিক্ষাবিদ দেবব্রত ভট্টাচার্য, বিশালগড় ইসলামিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সুহেল আলম, ত্রিপুরা রাজ্যিক এমারতে শরয়ীয়াহ্ ও নদওয়াতুত্ তামীরের সম্পাদক তথা ত্রিপুরা রাজ্য হজ কমিটির সদস্য মাওলানা জাকির হুসাইন আল-জলিলী, নিলঞ্জনা চক্রবর্তী, ইঞ্জিনিয়ার সুমন হোসেন, নিউ জীবনানন্দ শিশু নিকেতনের সম্পাদক শ্রীধাম চন্দ্র ভৌমিক।সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আলমগীর শাহ, নিউ জীবনানন্দ শিশু নিকেতনের প্রধান শিক্ষক আক্তার হোসেন।

Related Post

Leave a Comment