খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে ধরা পড়ল একটি চুরি যাওয়া বাইক। উদ্ধার হয় সোমবারবেলা সাড়ে বারোটা নাগাদ খোয়াই লালচড়া দশমি ঘাট এলাকার খোয়াই নদীর জলে। বাইকটির মালিক খোয়াই সুভাষ পার্ক কালিবাড়ি এলাকার প্রদীপ দেবনাথ। ঘটনার বিবরনে জানা যায় সুভাষ পার্ক কালীবাড়ি এলাকার বাসিন্দা প্রদীপ দেবনাথ এর বাড়িতে গতকাল রাত আনুমানিক দুইটা থেকে আড়াই টা নাগাদ বাংলাদেশী চোরের দল হানা দেয় ওনার বাড়িতে এবং ওনার ঘরের গিলের দরজা ভেঙ্গে দুইটি বাইক নিয়ে চম্পট দেয়। খোয়াই নদীর ওপারে রয়েছে বাংলাদেশ। চোরের দল নদী অতিক্রম করতে পারলেই বাংলাদেশে ঢুকে যেতে পারত। কিন্তু বিএসএফের তাড়া খেয়ে চোরের দল বাইক দুটি খোয়াই নদীর জলে ফেলে দিয়ে চলে যায়। আজ দুপুরে সেই জায়গায় এক জেলে মাছ ধরতে গেলে জালে একটি বাইক ধরা পড়ে। শেষে এলাকার কিছু যুবক জলে নেমে বাইকটিকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে। এবং দ্বিতীয় বাইকটির সন্ধানে জলে নেমে তল্লাশি চালায় এলাকার যুবকরা। এদিকে খবর পেয়ে নদীর পাড়ে ছুটে আসে পুলিশ ও বাইকের মালিক। পুলিশ প্রাথমিক তদন্ত সেরে বাইকটি থানায় নিয়ে যায়। প্রায় প্রতিদিনই বাংলাদেশি চুরের দল সীমান্ত ডিঙিয়ে হানা দিচ্ছে খোয়াই শহর ও তার আশপাশ গ্রামগুলিতে। হাতিয়ে নিচ্ছে গৃহস্থের বাড়ির গৃহপালিত পশু থেকে শুরু করে বাড়ির মূল্যবান সামগ্রী। তাদের উপদ্রবে অতিষ্ঠ খোয়াইবাসি। সোমবার বাইক উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।
62