সমগ্র রাজ্যের মধ্যে এইবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের ফলাফলে সেরা দশের মধ্যে প্রথম ও দ্বীতিয় স্থান অর্জন করেছিলো শান্তির বাজার সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম একাডেমির ছাত্র। এই বিদ্যালয়থেকে সেরা দশের মধ্যে ৪ জন ছাত্র ছাত্রি ছিলো। বিদ্যালয়ের শিক্ষাব্যাবস্থা ছিলো অনেকটা উন্নত। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, প্রিন্সিপল ও বিদ্যালয়ের চেয়ারম্যানের অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টি বেশ ভালোভাবে পরিচালিত হচ্ছিলো। বর্তমান সময়ে প্রবল বর্ষার জলে বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই জলপ্রভাবেরফলে শিক্ষাব্যাবস্থা অনেকটা পিছিয়েপরার আশঙ্কা থেকেযাচ্ছে। এই প্রতিকূলকতার মধ্যেও বিদ্যালয়ের শিক্ষাব্যাবস্থা সঠিকরাখতে প্রচেষ্টা চালিয়েযাচ্ছে বিদ্যালয়ের প্রিন্সিপল গোপাল চন্দ্র মল্লিক ও বিদ্যালয়ের চেয়ারম্যান প্রবীর বরন দাস। জানাযায় এই বর্ষারজল বিদ্যালয়ের কক্ষেপ্রবেশকরে বিদ্যালয়ের গ্রন্হাগার, ছাত্রদের প্রশিক্ষন দেবার কম্পিউটার সহ অফিসকক্ষের সামগ্রী সহ অন্যান্য সামগ্রী নষ্টহয়েযায়। যারক্ষতির পরিমান প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা হবে বলে জানাযায়। শান্তির বাজার পৌর এলাকায় এই একটি বিদ্যালয় বর্ষার জলে ব্যাপক ক্ষতিহয়েছে। বিদ্যালয়টি বেসরকারি হোওয়াতে পরবর্তী সময় বিদ্যালয়ের শিক্ষাব্যাবস্থা চালাতে সকলের পক্ষে একটু কষ্টকরহয় পরবে। আজকেরদিনে বিদ্যালয়ের সার্বিক দিক পরিদর্শন করেন বিদ্যালয়ের চেয়ারম্যান প্রবীর বরন দাস। সকলের অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যালয়ের ক্লাসরুম, অফিসকক্ষ পরিষ্কার পরিচ্ছন্নকরে বিদ্যালয়টি পঠনপাঠনের যোগ্যকরে তোলাহচ্ছে। এইবিদ্যালয়টি বেসরকারি হলেও বিদ্যালয়ে অধিকাংশ ছাত্র ছাত্রীরা গরীব পরিবারের। তাই বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা সঠিকভাবে বজায় রাখতে রাজ্যসরকার সহযোগীতার হাতবারিয়েদিলে সকলে বিশেষ উপকৃত হবে। তাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ও ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে রাজ্য সরকারের নিকট সাহায্যের আবেদন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
53
previous post