121
- ধর্মনগর প্রতিনিধি। বেশ কিছুদিন বন্ধ থাকার পর বুধবার ত্রিপুরা পুলিশের বিশেষ করে উত্তর জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তীর নেতৃত্বে নেশার বিরুদ্ধে সাফল্য পেল রাজ্য পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় একটি গাড়ি মিজোরাম থেকে খোয়াই অথবা তেলিয়ামুড়াতে যাবে এবং এগুলি পরিবর্তিত হয়ে অন্য ড্রাইভার এর হাতে হস্তান্তরিত হবে এই মর্মে মিজোরাম থেকে একটি নতুন গাড়ি টি আর জিরো ফাইভ সেভেন ওয়ান থ্রী সিক্স অর্থাৎ গাড়িটির নাম্বার পার্মানেন্ট হয়নি টেম্পোরারি নাম্বার নিয়ে রওনা হয়। গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী প্রথমদিকে পদ্মপুর তারপর কৃষ্ণপুর এই গাড়িটি আটক করেন। তাদের কাছ থেকে 17 প্যাকেটে মোট 200 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পাশাপাশি দুজনকে গ্রেফতার করা হয় একজনের নাম হচ্ছে জাবেদ আলী বয়স ৩০ বছর বাড়ি বক্সনগর এবং অপরজন জয়দুল হোসেন বয়স ৩০ বছর তার বাড়িও বক্সনগর। ড্রাগ,দুজন এবং গাড়িটিকে আটক করে ধর্মনগর থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। একসাথে ধর্মনগরে প্রায় দুই কোটি টাকার ড্রাগ দীর্ঘদিন ধরা পড়েনি তাই একে উত্তর জেলা পুলিশের সাফল্যের পালক বলা যায়।