প্রতিনিধি, বিশালগড় । বিশালগড় বিধানসভা এলাকায় একাধিক উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। প্রকল্প গুলোর মধ্যে রয়েছে স্কুলের নবনির্মিত ভবন, পানীয় জলের পাম্প হাউস এবং ওপেন জিম। সবগুলো অনুষ্ঠানে সামাজিক অপরাধ মুক্ত সমাজ গড়ার ডাক দিয়েছেন বিধায়ক সুশান্ত দেব।
বিশেষ করে বৃদ্ধাশ্রম, বাল্য বিবাহ এবং নেশা মুক্ত সমাজ গড়তে সকলের প্রতি আহবান জানান তিনি । বিগত কয়েকদিন ধরে বিশালগড়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন পর্ব চলছে । সোমবার একাধিক প্রকল্পের উদ্বোধন হয়। এদিন বিশালগড়ের ঘনিয়ামারা উচ মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত পাকা ভবনের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব । অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম প্রধান সঞ্জয় দাশগুপ্ত, জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক, বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা, সমাজসেবক তপন দাস, জিতেন্দ্র চন্দ্র সাহা প্রমুখ। নবনির্মিত ভবনের উদ্বোধন করে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বিধায়ক সুশান্ত দেব বলেন আজকের ছাত্র যুব সমাজকে ভবিষ্যৎ সমাজ গড়ার সংকল্প নিতে হবে। সমাজকে অভিশাপ মুক্ত করতে হবে। মা বাবা অনেক কষ্ট করে ছেলেমেয়েদের মানুষ করে। অথচ এই ছেলেমেয়েরা বড় হয়ে মা বাবা কে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। বৃদ্ধাশ্রম পাশ্চাত্য সংস্কৃতি। এই সংস্কৃতি থেকে সমাজকে মুক্ত করতে হবে। এছাড়া বাল্য বিবাহের অভিশাপ মুক্ত সমাজ গড়তে হবে। মেয়েদের শিক্ষা এবং উচ্চ শিক্ষায় নানা প্রকল্প চালু করেছে সরকার। সর্বক্ষেত্রে মেয়েরা সুনামের সঙ্গে কাজ করছে। কিন্তু একাংশ অভিভাবক মেয়েদের বোঝা মনে করে। সবাই মিলে বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এছাড়া নব প্রজন্মকে নেশার করালগ্রাস থেকে মুক্তি দিতে হবে। সকল ছাত্র ছাত্রীদের খেলাধুলা শরীর চর্চা এবং সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত করতে অভিভাবকদের প্রতি আহবান জানান বিধায়ক সুশান্ত দেব। এছাড়া এদিন লক্ষীবিল গ্রাম পঞ্চায়েতে জল জীবন মিশন প্রকল্পে নব নির্মিত চারটি পাম্প হাউজের উদ্বোধন করেন তিনি । সবশেষে সন্ধ্যারাতে বিশালগড়ের বনেদী ক্লাব বিশ্বপ্রিয় ক্লাব প্রাঙ্গণে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে নির্মিত ওপেন জিমের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব ।
77