Home রাজনীতি কালো দিবস পালিত ফটিকরায়ে

কালো দিবস পালিত ফটিকরায়ে

by admin
0 comment 82 views
  1. প্রতিনিধি কৈলাসহর:-সারা দেশ এবং রাজ্যের সাথে ফটিকরায় বিধানসভায় দেশের গণতন্ত্রের কালো দিবস পালন করেছে বিজেপি ঊনকোটি জেলা কমিটি।আজ ২৫শে জুন দেশের গণতন্ত্রে কালো দিবস বলে আক্ষায়িত করেছে শাসক দল।১৯৭৫ সালের এই দিনেই দেশে জরুরি অবস্থা ঘোষনা করেছিলেন তৎকালিন প্রধানমন্ত্রী।আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন দেশের নাগরিকরা।এই অবস্থার জন্য কংগ্রেস দলকে কাঠগড়ায় তুলে এই দিনে বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচীর দিন হিসেবে পালন করেছে শাসক দল।ঊনকোটি জেলা বিজেপির উদ্যোগেও হয়েছে প্রতিবাদ কর্মসূচী।জেলার ফটিকরায় কমিউনিটি হল ঘরে দলীয় কার্যকর্তাদের নিয়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।উপস্থিত ছিলেন ফটিকরায়ের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস,ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস,বিজেপি ঊনকোটি জেলা সভাপতি পবিত্র চন্দ্র দেবনাথ,জেলা সাধারন সম্পাদক অরুন সাহা সহ অন্যান্যরা।সভায় আলোচনা রাখতে গিয়ে তৎকালীন কংগ্রেস দলকে নানান ইস্যুতে একহাত নেন মন্ত্রী সুধাংশু দাস।তিনি বলেন,দেশে জরুরি অবস্থা লাগু করে তৎকালীন সময়ে মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছিলো।সংবাদ মাধ্যম‌ও সেদিন তার স্বাধীনতা হারিয়েছিলো বলে দাবি করেন তিনি।ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রীর চেয়ার নিজের দখলে রাখতেই এই জরুরী অবস্থা ঘোষনা করেছিলেন বলে এদিন অভিযোগ করেন মন্ত্রী।এটা গণতন্ত্রের উপর হস্তক্ষেপ বলে জানিয়েছেন তিনি।এদিনের সভা থেকে এই কালো দিবস এবং কংগ্রেস দলকে নিয়ে সমালোচনা মুখর হন প্রত্যেক বক্তারাই।

Related Post

Leave a Comment