প্রতিনিধি মোহনপুর :- পরিষেবাকে কেন্দ্র করে নাজেহাল গ্রাহকরা অবশেষে ঘেরাও করলো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার বড়কাঁঠাল শাখা। মঙ্গলবার ব্যাংক ঘেরাও করে দাবী করা হয় পরিষেবার উন্নয়নের। গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিন যাবৎ এই ব্যাংক থেকে নিয়মিত পরিষেবা পাচ্ছে না গ্রাহকরা। যার ফলে নিজেদের অর্থ সঠিকভাবে ব্যবহার করার ক্ষেত্রেও শুরু হয়েছে প্রতিবন্ধকতা। মোহনপুর মহকুমা এলাকার অন্তর্গত বড়কাঁঠাল বাজারে অবস্থিত সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখার। এই ব্যাংকের পরিষেবা নিয়ে দীর্ঘদিন যাবত এলাকার মানুষের অভিযোগ ছিল। অবশেষে মঙ্গলবার ধৈর্যের বাঁধ ভাঙ্গে ভুক্তভোগী ব্যাংকের গ্রাহকদের। ঘেরাও করা হয় ব্যাংক। অভিযোগ এই ব্যাংকে এসে আমানতকারীরা সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না। নিজেদের গচ্ছিত টাকা নিতে ঘুরতে হয় একাধিক দিন। কখনো সার্ভারের সমস্যা, আবার কখনো বিদ্যুতের সমস্যা দেখিয়ে পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে অভিযোগ করেন গ্রাহকরা। এই ব্যাংকের আমানতকারীদের অভিযোগ নিজেদের অর্থ প্রয়োজন মত ব্যাংক থেকে নেওয়া সম্ভব হচ্ছে না। যার ফলে চরম সমস্যার সম্মুখীন এলাকা সাধারণ মানুষ। দীপাকে পড়ছেন অসুস্থ রোগী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ। পাশাপাশি বিভিন্ন সামাজিক ভাতা, সাধারণ লেনদেনের ক্ষেত্রে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন এলাকার মানুষ। এলাকার গ্রাহকদের দাবি ব্যাংকিং পরিষেবা প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক।
69
previous post