প্রতিনিধি, বিশালগড় ।। বিশালগড় ব্লাড ব্যাঙ্ক এবং বিশালগড় মহকুমা পক্ষ থেকে রক্তদাতাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে মঙ্গলবার বিশালগড় টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব। এছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জে এম দাস। এদিন বিশালগড় মহকুমার বিভিন্ন ব্যক্তি এবং সংস্থা যারা রক্তদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের সংবর্ধিত করা হয়। রক্তদাদের উৎসাহ প্রদানের লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিধায়ক সুশান্ত দেব বলেন এক সময় বিশাগড়ে ব্লাড ব্যাংক ছিল না। বর্তমানে ব্লাড ব্যাংক সহ স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করছে সরকার। তিনি বলেন রক্ত মানব শরীরেই তৈরি হয়। একজনের রক্তের বিনিময়ে অপরজনের জীবন বাঁচে। তাই রক্তদানকে হিসেবে পরিগণিত করা হয়। আজ রক্তদাতা এবং রক্তদানের ক্ষেত্রে এগিয়ে আসা সংস্থাদের সংবর্ধিত করার জন্য করার জন্য বিশালগড় ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান বিধায়ক সুশান্ত দেব। এছাড়া এদিন বিধায়ক সুশান্ত দেবের আহবানে বিশালগড় ব্লাড ব্যাংকে রক্তদান করেন একদল যুবক। বিধায়কের আহ্বানে প্রতিমাসের শেষ মঙ্গলবার বিশালগড় ব্লাড ব্যাংকের রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার জুন মাসের রক্তদান শিবিরেও যুবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।
72
previous post