Home » ব্লক ভিত্তিক কৌশল মেলা ও প্রতি ঘরে সুশাসন

ব্লক ভিত্তিক কৌশল মেলা ও প্রতি ঘরে সুশাসন

by admin

প্রতিনিধি কমলাসাগর ২৫ ডিসেম্বর :-

বিশালগড় রবিবার সকাল ১১ টা অনুষ্ঠিত হয় ব্লক ভিত্তিক কৌশল মেলা ও প্রতি ঘরে সুশাসন শিবির উপস্থিত ছিলেন গোলাঘাটি বিধানসভার বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ছন্দা দেববর্মা, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, বিশালগড় ব্লক আধিকারিকসহ বিশালগড় মহকুমা অন্তর্গত বিভিন্ন SHG যে গ্রুপের বেনিফিশারী গণ, অনুষ্ঠানে প্রদীপ পর জ্বলের মধ্য দিয়ে শুভ সূচনা করেন উপস্থিত আমন্ত্রিত অতিথিরা। চেয়ারপারসন আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন প্রতি ঘরে সুশাসনকে কেন্দ্র করে বিভিন্ন স্কিমের মাধ্যমে বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত বেনিফিসারীদের মধ্যে নানার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের শেষ লগ্নে চাম্পামুরা পঞ্চায়েতে পাচল্লিশ জন নাগরিককে পিআরটিসি প্রদান করা হয় এবং স্কুল ছাত্রদের স্কুল ব্যাগ ও মাদ্রাসা বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়। চেয়ারপারসন সহ সকল আধিকারিগণ প্রতিটি স্টলে ঘুরে পর্যবেক্ষণ করেন। প্রতি ঘরে সুশাসন কর্মসূচি অঙ্গ হিসেবে বিশালগড় আরডি ব্লকের অন্তর্গত এসি ও এস টি, ওবিসি কতজন নাগরিককে সার্টিফিকেট প্রদান তার সম্পূর্ণ তুলে ধরেন চেয়ারপারসন তাছাড়া রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিশ্রাম কার থেকে শুরু করে সকল প্রকার যোজনার নতি জনসমক্ষে তুলে ধরেন।

You may also like

Leave a Comment