ধর্মনগর প্রতিনিধি। প্রচন্ড গরমে তীব্র দাবদাহ থেকে পথচলতি মানুষদের কিছুটা স্বস্তি দিতে উত্তর জেলার বিভিন্ন NGO,ক্লাব প্রতিষ্ঠান ও ধর্মনগর শহরের জনগণরা ঠান্ডা পানীয় সরবত দিয়ে তৃষ্ণা নিবারণের প্রয়াস শীর্ষক কর্মসূচী হাতে নিয়েছে। একে কেন্দ্র করে ২৩শে মে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের মধ্য নয়াপাড়া এলাকায় পুর পরিষদের ১১ নং ওয়ার্ডের উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষদের প্রচন্ড গরমে তীব্র দাবদাহ থেকে কিছুটা স্বস্তি দিতে ঠান্ডা সরবত প্রদান করে। যানা যায় এই অনুষ্ঠানে প্রায় ৬৫০ জনেরও অধিক পথচলতি মানুষদের ঠান্ডা পানীয় প্রদান করা হয়। যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের ১১নং ওয়ার্ডের কাউন্সিলর অমর দেব,বিজেপির উত্তর জেলার জেলা সম্পাদিকা গায়ীত্রী ঘোষ, বিজেপির বাগবাসা বিধানসভার ১৯নং বুথের বুথ সভাপতি চন্দন ঘোষ, বিজেপির ধর্মনগর বিধানসভার ৩৭নং বুথের বুথ সভাপতি পিজুষ দাস, ৩৭নং বুথের সম্পাদক মিঠন দাস,রাজীব ঘোষ সহ অন্যান্যরা।
মধ্য নয়াপাড়া এলাকায় ১১নং ওয়ার্ডের উদ্যোগে পথচারীদের মধ্যে ঠান্ডা সরবত প্রদান।
118