Home » মুম্বাই থেকে আগত সৌধা এনজিও’র মাধ্যমে মহিলাদের ব্রেস্ট ক্যানসার পরীক্ষা করা হয়।

মুম্বাই থেকে আগত সৌধা এনজিও’র মাধ্যমে মহিলাদের ব্রেস্ট ক্যানসার পরীক্ষা করা হয়।

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

শুক্রবার জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের উদ্যোগে মুম্বাই থেকে আগত সৌধা এনজিও’র মাধ্যমে মহিলাদের ব্রেস্ট ক্যানসার পরীক্ষা করা হয়। ফাউন্ডেশনের এর চেয়ারম্যান আলী আস্রব মিয়া ওরফে জালাল মিয়ার নিজ বাসভবনে এই শিবিরের আয়োজন করা হয়। গোমতী জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একশ জন মহিলা এই শিবিরে অংশ গ্রহণ করেন। সৌধা এনজিও গত ১৪ বছর ধরে এই কাজ গোটা দেশ ব্যাপী করে চলছেন। চলতি মাসের ২০ তারিখ আগরতলা লায়ন্স ক্লাবের ব্যবস্থাপনায় স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উদ্বোধনী অনুষ্ঠান এতটাই সাড়া জাগানো আয়োজন ছিল যার কারণে পরপর দুই দিন এই শিবির চলে। এরপর রাজধানীর রোটারী ক্লাব এবং রাম ঠাকুর কলেজের উদ্যোগে গত দুদিন ধরে হয়। জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী মিয়া ওরফে জালাল মিয়া এই ধরনের অনুষ্ঠানের খবর পেয়ে সৌধা এনজিও’র ম্যানেজিং ডিরেক্টর ইভা আথাভিয়ার সাথে যোগাযোগ করে নিজ বাড়িতে শিবিরের আয়োজন করেন। জাতি উপজাতি সকল অংশের মহিলাদের উপস্থিতিতে ব্যাপক সাড়া মিলেছে এই শিবিরে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আগামী বেশ কিছু দিন সৌধা এনজিও এই ধরনের শিবিরের মাধ্যমে মহিলাদের ব্রেষ্ট ক্যান্সারের পরীক্ষা চালাবেন।

You may also like

Leave a Comment