Home ত্রিপুরা জল,বিদ্যুৎ ও রাস্তার দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ।

জল,বিদ্যুৎ ও রাস্তার দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ।

by admin
0 comment 69 views
  1. কিষান মল্লিক চুরাইবাড়ি প্রতিনিধি ,২৪ জুন।। আবারো পরিশ্রুত পানীয় জল,বিদ্যুৎ ও রাস্তার দাবিতে রাজপথে কলসি বালতি নিয়ে পথ অবরোধে গ্রামের পুরুষ মহিলা।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন বাগবাসা বিধানসভা কেন্দ্রের পত্যেকরায় গ্রাম পঞ্চায়েতে।জানা গেছে,পত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের পাঁচ এবং চার নং ওয়ার্ডে বছরের পর বছর ধরে পরিশ্রুত পানীয় জল,বিদ্যুৎ ও রাস্তার সমস্যা লেগেই রয়েছে।ভোট আসে ভোট যায় তার মাঝে রাজ্যে পালাবদল থেকে শুরু করে বিধায়ক বদল কিন্তু ঐ দুই ওয়ার্ডের সমস্যা কেউই দূর করতে এগিয়ে আসেন নি।তাই একপ্রকার নিরুপায় হয়ে সোমবার সকাল দশটা থেকে পত্যেকরায় স্কুল সংলগ্ন নতুনবাজার -কালাছড়া সড়কের উপর পথ অবরোধ করে বসেন দুই ওয়ার্ডের শতাধিক পুরুষ মহিলারা।অবরোধকারীরা কলসি বালতি রাজপথে রেখে কাঠ ফাটা রোধে দাঁড়িয়ে প্রতিবাদ করতে থাকেন।যতো সময় গড়াতে থাকে ততোই প্রতিবাদ তেজি হতে থাকে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ।এদিকে পথ অবরোধকারীদের অভিযোগ,একশো বছর যাবৎ ঐ এলাকায় তাদের বসবাস। তাদের উত্তরসূরীদের মৃত্যু হয়ে গেলেও তাদের পরিশ্রুত পানীয় জল,বিদ্যুৎ ও রাস্তার সমস্যা আজ পর্যন্ত নিরসন হয়নি।তাছাড়া চার নং ওয়ার্ডের চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে রয়েছে।তাদের সমস্যা নিয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বর্তমান বিধায়ক যাদবলাল নাথ এমনকি ডিডাব্লিউএস ও বিদ্যুৎ দপ্তরের কাছে আবেদন জানিয়েছেন কিন্তু কেউই তাদের সমস্যা নিরসনে উদ্যোগ গ্রহন করেননি। অপরদিকে ঘটনার খবর পেয়ে দুপুর বারোটা নাগাদ ঘটনাস্থলে ছুটে আসেন ধর্মনগর মহকুমা ডিডাব্লিউএস এর এসডিও সোহেল আহমেদ।তিনি পথ অবরোধকারীদের সাথে দীর্ঘ আলোচনা করে তাদের আশ্বস্ত করেন, সোমবার থেকেই জল সরবরাহ করা হবে। তাছাড়া বিদ্যুৎ দপ্তরের সাহায্য সহযোগিতা পাওয়া যাবে বলে তিনি অবরোধকারীদের আশ্বস্ত করেন।সাথে স্থানীয় পঞ্চায়েতের তরফে রাস্তার বিষয়টি মেরামতির জন্য পদক্ষেপ নেওয়া হবে বলেও পঞ্চায়েতের তরফে আশ্বস্ত করা হয়।অবশেষে পথ অবরোধের এক ঘন্টার মাথায় অর্থাৎ দুপুর বারোটায় অবরোধকারীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করেন।দীর্ঘ একঘন্টা পথ‌ অবরোধের জেরে যাত্রী দূর্ভোগ সহ যান চালকদের দূর্ভোগ দেখা দেয় চরমে।

Related Post

Leave a Comment