53
- প্রতিনিধি কৈলাসহর:-ভারত মায়ের বীর সন্তান ও অখন্ড ভারত নির্মানের দিশারী ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে ফটিকরায় মন্ডল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয়েছে রক্তদান কর্মসূচি।এই রক্তদান শিবিরে মোট ৫০ জন রক্তদান করেন যার মধ্যে ৬জন ছিলেন মহিলা।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ফটিকরায়ের বিধায়ক তথা প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস,জেলা সভাধিপতি অমলেন্দু দাস,মন্ডল যুব মোর্চা সভাপতি প্রীতম বিশ্বাস সহ অন্যান্যরা।