
যুবরাজনগর ব্লকের অন্তর্গত হাফলং স্কুলের মাঠে ও ফলং বাজারে। উক্ত নেশা মুক্ত ত্রিপুরা সচেতনতামূলক অভিযানে শুভ সূচনা করেন ত্রিপুরা বিধানসভা মাননীয় সদস্য শ্রদ্ধেয়া শ্রী মলিনা দেবনাথ মহোদয় উপস্থিত ছিলেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শ্রদ্ধেয় শ্রী মহানন্দা দেবনাথ মহাশয় এবং উত্তর ত্রিপুরা বিদ্যালয় ক্রিয়া পরশদের যুগ্ম সম্পাদক শ্রী শিবপ্রসাদ দাস মহাশয় তাছাড়াও রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা স্বাস্থ্য বিভাগ থেকে ডক্টর অলক কুমার ধর এবং ধর্মনগর পুলিশ প্রশাসন এর পক্ষ থেকে ইন্সপেক্টর যে হালদার মহাশয়। এতে পুরুষ বিভাগে কবাডি খেলায় মোট ছয়টি দল অংশগ্রহণ করে এবং মহিলা বিভাগে কবাডি খেলায় মোট তিনটি দল অংশগ্রহণ করে দড়ি টানাটানি খেলায় মোট আটটি ছেলেদের দল অংশগ্রহণ করে এবং মোট পাঁচটি মেয়েদের দল অংশগ্রহণ করে তাছাড়াও নেশা মুক্ত ত্রিপুরা সামনে রেখে দুটি নাটকের দলদল অংশগ্রহণ করে এবং লোকনৃত্য প্রতিযোগিতায় ছয়টি দল এবং লোকসঙ্গীতে চারটি দল অংশগ্রহণ করে এই সচেতনামূলক কর্মসূচিতে স্থানীয় এলাকার প্রায় ৩০০ লোক উপস্থিত হন।