131
প্রতিনিধি কৈলাসহর:-নতুন সরকার আসার পর দীর্ঘদিনের চাপা পড়ে থাকা বহু প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে প্রচারের আলোয়।কুমারঘাটের প্রতিভাবান কিকবক্সার এ রাজ্যের গর্ব। আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সময় বিভিন্ন খেতাব অর্জনকারী প্রতিষ্ঠিত সুজিত শীল কে আগামীদিনে এশিয়ান কিকবক্সিং প্রতিযোগীতায় অংশগ্রহন করার জন্য ফি বাবদ ত্রিপুরা সরকারের প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস মাসিক বেতন ভাতা থেকে ১২,৫০০০/-টাকা তুলে দেন।মেধাবী এই খেলোয়াড়ের আগামী দিনের জন্য শুভকামনা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন মন্ত্রী ভগবান দাস।