Home » খোয়াই জেলা কার্যালয়ে আয়োজিত এক নির্বাচনী সাংগঠনিক বৈঠকে

খোয়াই জেলা কার্যালয়ে আয়োজিত এক নির্বাচনী সাংগঠনিক বৈঠকে

by admin

মোদিজীর জন কল্যাণমুখী এবং দেশ হিতৈষী চেহারা দেখেছে দেশবাসী। ভারতকে বিকাশের পথে যেমন নিয়ে যাচ্ছেন, তেমনি দেশকে পৃথিবীর শ্রেষ্ঠ আসনে নিয়ে যাবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভারতবাসী সেই নিরিখেই আসন্ন লোকসভা নির্বাচনে মোদীজি কে ভোট দেবেন। এ রাজ্যের দুটি আসনেও বিজেপি দলের প্রার্থীরা ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করবে। ভারতীয় জনতা পার্টির নিজস্ব সাংগঠনিক একটা ভীত রয়েছে। নির্বাচন আসলে নির্বাচনের দিন সকল ভোটারকে একত্রিত করা এটা আমাদের দলের সাংগঠনিক কাজ। শুক্রবার বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে আয়োজিত এক নির্বাচনী সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে নিজস্ব অভিমত ব্যক্ত করলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির সম্পাদক অমিত রক্ষিত। এই দিন জেলা কার্যালয়ে আয়োজিত সাংগঠনিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, জনজাতি মোর্চার রাজ্য সহ সভাপতি জয়দেব দেববর্মা, জেলা কমিটির সহ-সভাপতি হরি শংকর পাল সহ জেলার ছয়টি মন্ডলের মন্ডল সভাপতিগণ, বিভিন্ন বুথের বুথ সভাপতি, পৃষ্ঠা প্রমুখ, বিস্তারক এবং পৌর পরিষদ ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিগন। এই দিন অমিত রক্ষিত বলেন আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় দুই প্রার্থীর জয়ের ব্যবধান বাড়াতে দলীয় কার্যকর্তাদের কি কি করনীয় প্রদেশ কমিটির সেই নির্দেশ প্রতিটি কার্যকর্তার সামনে তুলে ধরা হয়েছে। বুথে বুথে দলীয় কার্যালয় তৈরি করা, সন্ধ্যায় বিভিন্ন বুথে স্কোয়াডিং করা, সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া তাদের প্রত্যাশা এবং অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনা, লাভাথি সম্পর্ক কর্মসূচিতে অংশগ্রহণ করা। সর্বোপরি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের বাস্তবায়ন সম্পর্কে ভোটারদের অবগত করানো সব কাজগুলো নিষ্ঠা ও দায়িত্ব সহিত পালন করার জন্য সকল কার্যকর্তাদের প্রতি আহ্বান রাখেন তিনি।

You may also like

Leave a Comment