প্রতিনিধি মোহনপুর:-গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ সমেত নেশা সামগ্রী উদ্ধার। ঘটনা শেখাই থানাধীন গোপালনগর এর রবীন্দ্রপল্লী এলাকায়। অভিযুক্ত অমৃত পালকে গ্রেফতার করেছে পুলিশ। আগামী ২৪ তারিখ পর্যন্ত আদালত তাঁকে পুলিশ রিমান্ডে পাঠায়।
দীর্ঘদিন যাবত শিরায় খানা দিন গোপালনগর এলাকা পাচার বাণিজ্যের জন্য অত্যন্ত বদনাম হয়ে রয়েছে। এলাকার একটা বড় অংশের সমাজ দ্রোহীরা নেশা বাণিজ্য, আচার বাণিজ্য এবং বাংলাদেশ থেকে অবৈধ পথে লোক ওঠানোর ব্যবসার সাথে জড়িত। যারা একসময় পাচার বাণিজ্যে শ্রমিক হিসেবে কাজ করতো তারাই এখন রাঘব বলে পরিণত হয়েছে। এমন এক রাঘব বোয়াল অমৃত পাল। দীর্ঘদিন যাবত অবৈধ গাঁজা, ফেনসিডল, ইয়াবা সমেত বিভিন্ন নেশা সামগ্রী বাংলাদেশ পাচার বাণিজ্যের সাথে জড়িত সে। সিধাই থানার ওসি জয়ন্ত মালাকার জানান মঙ্গলবার গভীর রাতে পুলিশের কাছে গোপন খবরের ভিত্তিতে খবর আসে অভিযুক্তের বাড়িতে ব্যাপক পরিমাণ অবৈধ নগদ অর্থ সমেত বিপুল পরিমাণ নেশা সামগ্রী রয়েছে। সেই খবরের ভিত্তিতে এসডিপি সব্যসাচী দেবনাথ এর নেতৃত্বে সিআরপিএফ এবং বিএসএফ বাহিনী নিয়ে গোপালনগর অবস্থিত অমৃত পাল এর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এই অভিযানে অমৃত পাল এর কাছ থেকে নগদ ৫৬ লক্ষ টাকা,৮০০ ইয়াবার ট্যাবলেট, ৬০ বোতল ফেনসিডল,৩২ কিলো গাঁজা উদ্ধার করা হয়। রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা অজু করে বুধবার আদালতে তোলা হয়ে থাকে। আগামী ২৪ শে মার্চ পর্যন্ত তাকে পুলিশী মানডে পাথায় আদালত। পুলিশের দাবি এই নেশা কারবারির সাথে আরও অভিযুক্ত জড়িত থাকতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে সে সমস্ত অভিযুক্তদের জালে তোলার চেষ্টা করবে পুলিশ।
সিধাই থানার পুলিশ আটক করে নেশা সামগ্রী সহ ৫৬ লক্ষ টাকা উদ্ধার করে।
98