Home ভারত বিপদ সীমা ছুঁয়েছে উদয়পুরে গোমতী নদী

বিপদ সীমা ছুঁয়েছে উদয়পুরে গোমতী নদী

by admin
0 comment 50 views
  • প্রতিনিধি, উদয়পুর :-অবিরাম বৃষ্টিতে গোমতী নদীর জল প্রতি সেকেন্ডে বেড়ে চলেছে ‌ । এর ফলে উদয়পুর শহর লাগুয়া পৌর এলাকার বিভিন্ন জায়গা এবং গ্রামীণ এলাকাগুলি বন্যার রূপ ধারণ করেছে । বহু শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ । গৃহপালিত পশু থেকে শুরু করে নিজেদের জরুরী কাগজপত্র নিয়ে আশ্রয় নিতে হচ্ছে শরণার্থী শিবির গুলিতে । এবার পৌর এলাকার ছনবন মহাশ্মশান গোমতী নদীর জলে তলিয়ে যাচ্ছে । সর্বএ সৃষ্টি হয় হচ্ছে হাহাকার । সেইসাথে ছনবন লোকনাথ আশ্রম সম্পূর্ণ নদীর জলে তলিয়ে যাচ্ছে । সেই সাথে উদয়পুর খিলপাড়া ,জামজুড়ি , শালগড়া থেকে শুরু করে গোটা রাধাকিশোর পুর বিধানসভা কেন্দ্র জলের নিচে তলিয়ে যাচ্ছে । চোখের সামনে ধ্বংস হচ্ছে বহু বাড়িঘর ।‌ অন্যদিকে উদয়পুর সেন্ট্রাল রোডের পাশে থাকা ঝুলন্ত ব্রিজ ডুবতে বসেছে গোমতির নদীতে ।‌ সুখ সাগর জলা ভয়াবহ রূপ ধারণ করছে ।‌ অন্যদিকে রাজন্য আমলের অমর সাগরদিঘী সহ ছোট পুকুরগুলি তলিয়ে যাচ্ছে পাশাপাশি সরকারি পুকুরের মাছ সম্পূর্ণভাবে সুখসাগর জলায় চলে যাওয়ার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে মৎস্য দপ্তর । অন্যদিকে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন এলাকাগুলি জলমগ্ন হয়ে বন্যায় প্লাবিত হচ্ছে । অমরপুরে একই চিত্র দেখা যাচ্ছে মঙ্গলবার সকাল থেকে ।‌ গোটা গোমতী জেলা ভাসছে বন্যায় ।‌ কিন্তু সব থেকে মহা বিপদজনক হয়ে দাঁড়িয়েছে উদয়পুর সুভাষ সেতু । যেভাবে সেতুটির নিচ দিয়ে নদী দিয়ে ভেসে আসা বড় বড় গাছের লক সেতুর মধ্যে আঘাত সৃষ্টি করছে তার জন্য সেতুটি নড়-বড়ে হয়ে পড়ছে । পাশাপাশি উদয়পুরের বিভিন্ন নিচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার কারণে বিভিন্ন অঙ্গনারী সেন্টার থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয় গুলিতে আশ্রয় নিচ্ছে সাধারণ মানুষ ।‌ জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসন থেকে দেওয়া হচ্ছে শুকনো খাবার । দলীয়ভাবে শাসকদলের কর্মীরা রাস্তায় নেমে কাজ শুরু করেছে । উদ্ধার করছে বিভিন্ন মানুষকে। পাশাপাশি স্থানীয়রা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ছুটছে নানা শরণার্থী শিবিরে । অবিরাম বৃষ্টিতে জল বাড়ছে গোমতী নদীতে । গোমতী নদীর জল বাড়ার ফলে শহরের দিকে জল প্রবেশ করার সম্ভাবনা প্রবল বলে মনে করছে শহরবাসী । স্থানীয় প্রশাসন প্রতিনিয়ত কাজ করে চলেছে গোটা উদয়পুর মহকুমা থেকে শুরু করে গোমতী জেলা জুড়ে ।‌ নামানো হয়েছে বিভিন্ন জায়গায় টিএস আর বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী এবং এনডিআরএফ এর টিম । প্রতিমুহূর্তে কাজ করছে সাধারণ মানুষও । ভয়াবহ বন্যা যেভাবে রূপ ধারণ করেছে গোটা উদয়পুর সহ গোমতী জেলা জুড়ে তা এক আগামীর বার্তা খুব ভয়ানক হতে পারে বলে মনে করছে সাধারণ মানুষ ।

Related Post

Leave a Comment