প্রতিনিধি মোহনপুর:- একনাগারে বৃষ্টিপাতকে কেন্দ্র করে মোহনপুর মহকুমা এলাকার বিভিন্ন অঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেশ কিছু অঞ্চলে বাড়ি ঘরে প্রবেশ করেছে বন্যার জল। ধান থেকে শুরু করে সবজি বিস্তর ক্ষতি হয়েছে। গোটা বিষয়ে নজর রাখছে মহাকুমা প্রশাসন।
লাগাতার বৃষ্টিপাতকে কেন্দ্র করে মোহনপুর মহকুমা এলাকার বিভিন্ন কৃষি জমি জলের নিচে তলিয়ে গেছে। প্রায় সব কটি পুকুর জল ভরে মাছ বেরিয়ে গেছে। বামুটিয়া বাজার এলাকাতে সকাল থেকেই জল ঘরে ঢুকতে শুরু করেছে। গৃহপালিত পশুকে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। বাড়ির শিশু এবং বয়স্কদের পাঠিয়ে দেওয়া হয়েছে অন্যত্র। মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত বলেন ইতিমধ্যেই বন্যা প্রবণ এলাকাগুলোতে ৭ টি রিলিফ ক্যাম্প খোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেখানে মানুষ সমস্যায় পড়বেন রিলিফ ক্যাম্পে আশ্রয় নিতে পারবেন। পাশাপাশি যে সমস্ত বাড়ি ঘরে বন্যার জল প্রবেশ করেছে সেখানে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। তিনি জনগণের প্রতি আহ্বান রাখেন অযথা বাড়ি থেকে বের না হওয়ার জন্য। বামুটিয়া বিধানসভা এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস। তিনি সমসাগ্রস্ত মানুষের সাথে কথা বলেছেন। বামুটিয়া বাজার সংলগ্ন রাস্তা দিয়ে প্রচন্ড গতিতে জল প্রবাহিত হওয়ার সময় দুটি বাইক তলিয়ে গেছে বন্যার জলে। যদিও বাইক আরোহীদের হতাহতের কোন খবর নেই। তবে গোটা মোহনপুর মহকুমা জুড়ে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মহকুমা শাসক।
61
previous post