তেলিয়ামুড়া প্রতিনিধি:
রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় চাকমাঘাট গ্রামীণ বাজার তথা লক্ষিরাম হাট -এর নবনির্মিত ভবন এর শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়া কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের পাকা বাড়ি, কৃষ্ণপুর কৃষক জ্ঞানার্জন কেন্দ্র, কাঁকড়া ছড়া থেকে বিলাইহাম পর্যন্ত সড়কের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বুধবার। এই অনুষ্ঠানে উদ্বোধক তথা মুখ্য অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, অনুষ্ঠানে অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মাননীয়া মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী রায়, বিধায়ক অতুল দেববর্মা, জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, দপ্তরের সচিব শ্রী অপূর্ব রায়, দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী শরদিন্দু দাস, ছিলেন খোয়াই জেলার জেলাশাসক শ্রী দিলীপ কুমার চাকমা।
এই অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে চাকমাঘাট গ্রামীণ বাজারের নবনির্মিত ভবন এবং কৃষ্ণপুরের কৃষক জ্ঞান অর্জন কেন্দ্র আগামী দিনে গোটা এলাকার আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। চাকমা ঘাটে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় দাবি করেন এই সময়ে রাজ্য সরকার কৃষি, স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে সার্বিক ক্ষেত্রে রাজ্যের মানুষের অগ্রগতির কথা মাথায় রেখে স্বচ্ছতার সাথে কাজ করে চলেছে। বিগত বাম সরকারকে কটাক্ষ করতে গিয়ে মানিক সাহা দাবি করেন বিগত সরকার রাজনীতির কথা চিন্তা করতে গিয়ে সাধারণ মানুষের উন্নতির ব্যাপারে ছিল উদাসীন, সেই জায়গায় বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সব ক্ষেত্রেই বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে বলে আজ ত্রিপুরা প্রায় সব ক্ষেত্রে এগিয়ে চলছে বলে মানিক সাহা দাবি করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন একমাত্র সমস্ত অংশের মানুষের কথা বর্তমান সরকার ভাবেন বলেই সরকারি কর্মচারীদের বেতন যেমন বৃদ্ধি হয়েছে, পাশাপাশি সামাজিক ভাতার পরিমাণও বৃদ্ধি হয়েছে, এছাড়াও মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্পের মাধ্যমেও যে রাজ্যের সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মুখ্যমন্ত্রী দাবি করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুসরণ করে বর্তমান বিজেপি পরিচালিত সরকার সার্বিকভাবে সাধারণ মানুষের জন্য নিরন্তর ভাবে কাজ করে চলেছেন।
চাকমাঘাট গ্রামীণ বাজার তথা লক্ষিরাম হাট -এর নবনির্মিত ভবন এর শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী
101