29
খোয়াই, ২০ নভেম্বর ।। দশরথ দেব স্মৃতি মহাবিদ্যালয়ে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতা মূলক কর্মশালা এবং কনসিউমারস ক্লাব ফোরাম গঠনের অনুষ্ঠান হয়। সকাল সাড়ে এগারোটায় খাদ্য , জনসংভরন ও ভোক্তা বিষয়ক দপ্তরের অধিকর্তা সুমিত লোধের স্বাগত ভাষণের মধ্য দিয়ে খোয়াই কলেজের অডিটোরিয়ামে শুভ সূচনা হয় অনুষ্ঠানের। প্রধান অতিথির ভাষণে খাদ্য জন সংভরন ও ভোক্তা বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর ভাষনে সমাজের প্রতিটি অংশের জনগণের তাদের নিজ নিজ অধিকার বুঝে নিতে আহ্বান জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুরসভার পুর পিতা শ্রী দেবাশীষ নাথ শর্মা, খোয়াই মহকুমার মহকুমা শাসক চারু ভার্মা। এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর খোকন মজুমদার।