Home ত্রিপুরা প্রবল বন্যায় তেলিয়ামুড়া মহকুমায় মৃত্যু দুইজনের, পাঁচ সহস্ত্রাধিক ত্রাণ শিবিরে।

প্রবল বন্যায় তেলিয়ামুড়া মহকুমায় মৃত্যু দুইজনের, পাঁচ সহস্ত্রাধিক ত্রাণ শিবিরে।

by admin
0 comment 21 views

 প্রতিনিধি, তেলিয়ামুড়া,২০আগস্ট। গতকালকে থেকে ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণে খোয়াই নদীর প্রবল জলোচ্ছ্বাসে তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভা এলাকায়। ইতিমধ্যেই দুইজনের মৃত্যু হয়েছে। বহু বসত ঘর নদীগর্ভে চলে গেছে। ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কৃষকদের। ইতিমধ্যেই পাঁচ সহশ্রাদিক মহকুমার তিনটি বিধানসভা এলাকাতে ত্রাণ শিবির গুলিতে আশ্রয় নিয়েছে। গতকালকে সারাদিন সারারাত্র মুষলধারে বৃষ্টি হয়েছে মহাকুমার সর্বত্র। খোয়াই জেলা বন্যা নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে জানা গেছে খোয়াই নদীতে ৫ মিটার ৯০ সেন্টিমিটার জলোচ্ছ্বাস হয়েছে। তেলিয়ামুড়া মহকুমার যেদিকেই খোয়াই নদী বয়ে গেছে সেদিকেই দু পারই জলে ডুবে গেছে ঘরবাড়ি থেকে শুরু করে কৃষি জমি। মুঙ্গিয়াকামি আর ডি ব্লক এলাকার চামপ্লাই এ পাহাড়ের মাটি ধসে বসত ঘরে এসে পড়ে। এই ঘটনায় বিদেশ দেববর্মা নামে চৌদ্দ বছরের এক বালকের মৃত্যু হয়। তেলিয়ামুড়া থেকে দমকলকর্মীরা দীর্ঘ সাত কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে বিদেশ দেববর্মা কে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে। কল্যাণপুর এলাকার বাগানবাজারে রত্না দেব দাস নামে ৪২ বছর গৃহবধূ নদীতে লাকড়ে ধরতে গিয়ে জলের তোরে ভেসে যায়। এখনো পর্যন্ত গৃহবধূর দেহ উদ্ধার হয়নি। তেলিয়ামুড়া শান্তিনগর এলাকাতে দুইজনকে বিষাক্ত সাপের কামড়ে চিকিৎসা করা হয়। মহাকুমার বিভিন্ন এলাকাতে কৃষিজ জমির ব্যাপক ক্ষতি হয়েছে। তেলিয়ামুড়া পৌরপরিষদ এলাকার নেতাজি নগর শান্তিনগর দশমী ঘাট জহর কলোনি এলাকাতে খোয়াই নদীর জল ঢুকে বাড়িঘরে ব্যাপক ক্ষতি হয়। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্ট এন ডিআরএফ কর্মীরা বিভিন্ন এলাকাতে বাড়িঘর থেকে মানুষদের উদ্ধার করে আনে। খোয়াই জেলা প্রশাসন থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা গেছে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের অধীন কল্যাণপুর তেলিয়ামুড়া এবং কৃষ্ণপুর বিধানসভা এলাকাতে সংবাদ লেখা পর্যন্ত ৩৬ টি ত্রাণ শিবিরে ১৭৮০টি পরিবারের ৫৭৭৬ জন মানুষ ত্রান শিবির গুলিতে আশ্রয় নিয়েছে। রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়, কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কৃষ্ণপুরের বিধায়ক উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা আজ সকাল থেকেই এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায়। এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রশাসন বিধায়কদের পাশাপাশি আজ ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে বিজেপি দলের কার্যকর্তারাও। তেলিয়ামুড়া মন্ডলের সহ-সভাপতি নীতিন কুমার সাহা জানান গত কালকে রাত্রেই মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের নির্দেশ মত গত কালকে রাত্র থেকেই মন্ডলের সমস্ত স্তরের কার্যকর্তারা বন্যা কবলিত মানুষদের সাহায্যে নেমে পড়ে। এদিকে কল্যাণপুর বিধানসভা এলাকায় ঘি লাতলিতে বন্যার ফলে ব্যাপক সংখ্যক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তোতাবারি – গিলাতলির মধ্যে ঝুলন্ত সেতুটি ব্যাপক ক্ষতি হয়েছে। এই সেতু পার হওয়ার সময় দুইজন লোক অল্পেতে প্রাণে বেঁচে যান। চাকমাঘাটে খোয়াই বেড়েযে অতিরিক্ত জলোচ্ছ্বাসের কারণে সাতটি গেটের মধ্যে ছয়টি গেটই তুলে দেওয়া হয়। এদিকে আজ রাত্র ৯ টা পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে খোয়াই নদীর জল নামতে শুরু করেছে. পুনরায় বৃষ্টি নামে তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে. খোয়াই জেলা প্রশাসন এবং তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন ও পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে। এবং সব রকমের প্রস্তুতি ও নিয়ে রেখেছে।

Related Post

Leave a Comment