Home » জল জমে রাস্তার ভগ্ন দশাখবর পেয়ে ছুটে যান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া! তৎক্ষণা নির্দেশ !বর্ষার আগেই রাস্তা নির্মাণের কাজ দ্রুত সম্পূর্ণ করতে ।

জল জমে রাস্তার ভগ্ন দশা
খবর পেয়ে ছুটে যান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া! তৎক্ষণা নির্দেশ !বর্ষার আগেই রাস্তা নির্মাণের কাজ দ্রুত সম্পূর্ণ করতে ।

by admin

জোলাইবাড়ী বিধানসভাথেকে জয়ীহয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের উন্নয়নে ও জোলাইবাড়ীর লোকজনের উন্নয়নে কাজ করযাচ্ছেন। তিনি শতব্যস্ততার মধ্যেও জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের বসবাসকারী লোকজনদের অসুবিধার কথাশুনে ছুটে যাচ্ছেন। সোমবার সকালবেলায় মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জোলাইবাড়ীর বিধানসভাকেন্দ্রের স্থানীয় লোকজনদের সঙ্গে দেখাকরেন। পরবর্তীসময় তিনি কোয়াইফাং এডিসি ভিলেজে বিজেপি ও আই পি এফ টি কতৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রন করেন। অনুষ্ঠান চলাকালীন সময়ে মন্ত্রীর নিকট খবর আসে সামান্য বৃষ্টিতে জোলাইবাড়ী বাজারে কিছু জায়গা জলমগ্ন হয়েরয়েছে। এইকথা জানতেপেরে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ছুটে যান জোলাইবাড়ী বাজারে। সেখানে গিয়ে দেখতেপান জোলাইবাড়ী বাজার থেকে বিলোনিয়া পর্যন্ত বিকল্প জাতীয় সড়কের নির্মান কাজ চলাতে জোলাইবাড়ী বাজারের কিছু জায়গায় জল জমেরয়েছে। এতেকরে লোকজনেরা যাতায়তে সমস্যার সন্মুখিন হতেহচ্ছে। এই অবস্থা দেখে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া রাস্তা নির্মান কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গে কথাবলে দ্রুততার সহিত সমস্যার সমাধান করেন। জোলাইবাড়ীর লোকজন বিগত দিনে কোনোপ্রকারের সমস্যার সন্মুখিন হলে সমস্যা সমাধানে বছরের পর বছর কেটেযেতো বর্তমানে জোলাইবাড়ীবাসী মন্ত্রী পেয়ে খোবই আনন্দিত। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার উপস্থিতিতে জোলাইবাড়ীবাসীর সমস্যা দ্রুততার সহিত সমাধান করাহয়। এরজন্য জোলাইবাড়ীবাসী রাজ্যসরকার ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও মন্ডল সভাপতি অজয় রিয়াংকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

You may also like

Leave a Comment